Bhediya First Look Out | Varun Dhawan: নেকড়ের মতো ভয়ংকর হিংস্র, 'ভেড়িয়া'র প্রথম ঝলকে 'ক্ষুধার্ত' বরুণ ধাওয়ান!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় নিজেই ভেড়িয়া-র পোস্টারের প্রথম ঝলক শেয়ার করেছেন বরুণ ধাওয়ান (Bhediya First Look Out | Varun Dhawan)।

নেকড়ের মতো ভয়ংকর হিংস্র, 'ভেড়িয়া'র প্রথম ঝলকে 'ক্ষুধার্ত' বরুণ ধাওয়ান!
নেকড়ের মতো ভয়ংকর হিংস্র, 'ভেড়িয়া'র প্রথম ঝলকে 'ক্ষুধার্ত' বরুণ ধাওয়ান!
#মুম্বই: অপেক্ষার অবসান। বৃহস্পতিবার প্রকাশ্যে এল বরুণ ধাওয়ানের পরবর্তী ছবি 'ভেড়িয়া'র প্রথম ঝলক (Bhediya First Look Out | Varun Dhawan)। নেকড়ের মতো হিংস্রতার প্রতীক বরুণের লুক দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা নেটিজেনের। কালো অন্ধকারের ব্যাকগ্রাউন্ড থেকে ঠিকরে বেরিয়ে আসছে বরুণের জ্বলন্ত দুই চোখ। গোটা মুখে খিদে, হিংস্রতার ছাপ। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবির পোস্টারের প্রথম ঝলক শেয়ার করেছেন বরুণ (Bhediya First Look Out | Varun Dhawan)। সেখানে লিখেছেন, 'ভেড়িয়ার প্রথম ঝলক। ২০২২-এর ২৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি'। (Bhediya First Look Out | Varun Dhawan)
গতকালই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার মুক্তির ইঙ্গিত দিয়েছিলেন বরুণ। লিখেছিলেন, 'কালকে ভেড়িয়ার সঙ্গে আলাপ হবে।' তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বরুণের ভক্তরা। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কৃতী শ্যাননকেও। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে শ্যুটিং হয়েছে এই ছবির। এর সঙ্গে লোককাহিনি জড়িয়ে রয়েছে। অরুণাচলেরই রূপকথার উপর ভিত্তি করে এই ছবির গল্প বোনা হয়েছে। অমর কৌশিকের পরিচালনায় এই ছবি আগামী বছরের ২৫ নভেম্বর মুক্তির কথা।
advertisement
View this post on Instagram

A post shared by BHEDIYA (@varundvn)

advertisement
advertisement
View this post on Instagram

A post shared by BHEDIYA (@varundvn)

advertisement
আরও পড়ুন: আরিয়া ২-তে 'বাঘনখ' বের করলেন সুস্মিতা সেন, ভয় ধরাচ্ছে টানটান ট্রেলার!
এই ছবির চরিত্রের জন্য নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছেন বরুণ ধাওয়ান। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই আপডেট শেয়ারও করেছিলেন অভিনেতা। লিখেছিলেন, 'ভেড়িয়ার শেষ দৃশ্যগুলি শ্যুট করছি গত ২৪ ঘণ্টায়। ছবির কোনও স্টিল শেয়ার করা বারণ, তাই আয়নার সামনে দাঁড়ানো নিজের এই লম্বা চুল, দাড়ি এবং পরিচালক অমর কৌশিক আমার মধ্যে যে পরিবর্তনগুলি এনেছেন সেগুলিকে বিদায় জানানোর পালা এসেছে। তবে এটা কোনও শেষ নয়, একটা নতুন শুরু।'
advertisement
কয়েক মাস ধরেই অরুণাচলের বিভিন্ন জায়গায় শ্যুটিং করেছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। এর আগে দিলওয়ালে ও কলঙ্ক ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhediya First Look Out | Varun Dhawan: নেকড়ের মতো ভয়ংকর হিংস্র, 'ভেড়িয়া'র প্রথম ঝলকে 'ক্ষুধার্ত' বরুণ ধাওয়ান!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement