রাজ্যে কয়েকশো সিভিল সার্ভিস অফিসার নিয়োগ ! আবেদনের শেষ তারিখ কবে ?
Last Updated:
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্যে বিভিন্ন পদে খুব তাড়াতাড়ি কয়েকশো অফিসার নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ৷
#কলকাতা: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্যে বিভিন্ন পদে খুব তাড়াতাড়ি কয়েকশো অফিসার নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ৷ এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হবে অনলাইনে, www.pscwb.online.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ৷ ৪ নভেম্বর, শুক্রবার থেকেই অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৷ আবেদন করার শেষ তারিখ ২৮ নভেম্বর ২০১৬ ৷ গ্রুপ অনুসারে পদ ও বিভাগ ভাগ করা হয়েছে ৷ কোন গ্রুপে কী কী আছে ? দেখে নেওয়া যাক ৷
গ্রুপ- এ
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ), পশ্চিমবঙ্গ কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস, কো অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস, রেজিস্ট্রেশন ই্যান্ড স্ট্যাম্প রেভেনিউ সার্ভিস-সহ এই গ্রুপের বিভিন্ন পদে নিয়োগ করা হবে ১৫,৬০০ টাকা থেকে ৪২ হাজার টাকা বেতনক্রমে ৷ পাশাপাশি গ্রেড পে ৫,৪০০ টাকা ৷
advertisement
advertisement
গ্রুপ -বি
পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস ৷এই পদে নিয়োগ হবে ১৫,৬০০ থেকে ৪২ হাজার টাকা বেতনক্রমে ৷ গ্রেড পে থাকছে ৫৪০০ টাকা ৷
গ্রুপ- সি
সুপারিন্টেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, সাবর্ডিনেট ল্যান্ড রেভেনিউ সার্ভিস অ্যাসিসট্যান্ট কমার্শিয়ার ট্যাক্স অফিসার প্রভৃতি পদে নিয়োগ হবে ৯ হাজার টাকা থেকে শুরু করে ৪০,৫০০ টাকা বেতনক্রমে ৷ সঙ্গে গ্রেড পে ৪,৪০০ টাকা ৷
advertisement
গ্রুপ- ডি
ইন্সপেক্ট অফ কো-অপারেটিভ সোসাইটিজ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট , রিহ্যাব অফিসার আন্ডার দ্য রিভিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট ৷ সবেক্ষেত্রেই নিয়োগ হবে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা বেতনক্রমে ৷
এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা চাই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক ৷ দার্জিলিং ও পাহাড় অঞ্চল ছাড়া প্রার্থীদের বাংলায় লেখা , কথা বলা ও পড়ার দক্ষতা থাকতে হবে ৷ গ্রুপ- বি পদে আবেদনের জন্য পুরুষদের উচ্চতা- ১.৬৫ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১.৫০ মিটার থাকা আবশ্যক ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2016 9:24 AM IST