West Bengal By Elections 2024: উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিরাট চমকের চ্যালেঞ্জ! ৬ আসন জিততে কোমর বাঁধল তৃণমূল

Last Updated:

West Bengal By Elections 2024: আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর উপ নির্বাচন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: পুজো মিটতেই ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ। বর্তমান রাজনৈতিক আবহে ছয় কেন্দ্রের উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে শাসকদলের কাছে। আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর উপ নির্বাচন।
আরজি কর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই নির্বাচন ঘিরে তাই কোমর বেঁধে মাঠে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রার্থী নিয়ে তাই ভাবনাচিন্তা করেই এগোবে তৃণমূল কংগ্রেস। নৈহাটি বাদে বাকি সব আসনের ভোট গ্রাম কেন্দ্রিক। শাসকদল আশাবাদী গ্রামে তাদের ভোট অটুট রয়েছে।
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন, উপসর্গগুলি চিনুন
আবার নৈহাটি, কলকাতা থেকে কাছে সেখানেও শহরাঞ্চলের ভোটারদের মন বোঝা যেতে পারে। মেদিনীপুর বিধানসভাতেও পুর ভোট ফ্যাক্টর হবে। তাই নীচু তলায় পরিচিতি, কোনও ধরনের অভিযোগ নেই এমন ব্যক্তিকেই প্রার্থী হিসাবে সামনে আনা হতে পারে। কয়েকটি আসনে মহিলা মুখকেও গুরুত্ব দেওয়া হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: সন্দীপ ঘোষ সব জানেন? তদন্তকারীদের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য? জেলে গিয়ে জেরা শুরু তদন্তকারীদের
তাই স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী এই উপনির্বাচনে শাসকদল সামনে আনবে। পাশাপাশি, গোষ্ঠীবাজির অভিযোগ যেন সেই প্রার্থীর বিরুদ্ধে না থাকে সেটিও দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
বাংলার ৬ কেন্দ্রে ​ উপনির্বাচন, কত আসন আপাতত কার দখলে?
advertisement
মাদারিহাট
তৃণমূল ৬১,০৩৩
বিজেপি ৯০,৭১৮
নৈহাটি
তৃণমূল ৭৭,৭৫৩
বিজেপি ৫৮,৮৯৮
হাড়োয়া
তৃণমূল ১,৩০,৩৯৮
বিজেপি ৩৮,৫০৬
মেদিনীপুর
তৃণমূল ১,২১,১৭৫
বিজেপি ৯৬,৭৭৮
তালড্যাংরা
তৃণমূল ৯২,০২৬
বিজেপি ৭৯,৬৪৯
সিতাই
তৃণমূল কংগ্রেস ১১৭৯০৮
বিজেপি ১০৭৭৯৬
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Elections 2024: উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিরাট চমকের চ্যালেঞ্জ! ৬ আসন জিততে কোমর বাঁধল তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement