আজ বিধানসভায় বাজেট পেশ, নজিরবিহীনভাবে কেন্দ্রের আগেই রাজ্যের বাজেট

File Photo

File Photo

আজ বিধানসভায় বাজেট পেশ, নজিরবিহীনভাবে কেন্দ্রের আগেই রাজ্যের বাজেট

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  আজ রাজ্য বাজেট । দুপুর তিনটেয় বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অমিত মিত্র।  নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাজেটের একদিন আগে রাজ্য বাজেট পেশ করছে মমতা সরকার। উল্লেখ্য, জিএসটি চালু হওয়ার পর এটাই রাজ্যের প্রথম বাজেট পেশ ৷

    মঙ্গলবার প্রথা মেনে রাজ্যপালের ভাষনের মধ্যমে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন । বুধবার বিকেল ৩টে নাগাদ বাজেট পেশ করা হবে। বিধানসভায় উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীরা ৷ উপস্থিত থাকবেন বিরোদীরাও ৷ শারীরিক অসুস্থতার কারণে বসেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বাজেটে কোন দিকগুলি গুরুত্বের সঙ্গে উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

    আধার বা জিএসটি নিয়ে মুখ খুললেন না। কিন্তু, রাজ্য বাজেটে নোটবন্দির প্রসঙ্গ উঠে এল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর বক্তব্যে। বাজেট অধিবেশনের শুরুতেই ঢোঁক গিলে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

    মঙ্গলবার দার্জিলিঙে শান্তি ফেরানো নিয়ে রাজ্য সরকারের অকুণ্ঠ প্রশংসা করেন রাজ্যপাল। একইসঙ্গে জঙ্গলমহলে উন্নয়নের প্রসঙ্গও টেনে আনেন তিনি। এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে তুলে ধরেন বিভিন্ন প্রকল্পে রাজ্যের সাফল্যের কথা। এদিন কেশরীনাথের বক্তব্যে উঠে আসে মুর্শিদাবাদের দৌলতাবাদে দুর্ঘটনার প্রসঙ্গও।

    ঠিক সেই সময়েই বিধানসভায় হইহট্টগোল শুরু করে কংগ্রেস। তাতে যোগ দেয় বামেরাও। তাদের দাবি বাস দুর্ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে হবে এবং ক্ষতিপূরণের অঙ্কও বাড়াতে হবে ৷

    First published:

    Tags: Amit Mitra, CM Mamata Banerjee, West Bengal Budget, West Bengal Budget 2018