West Bengal Budget Session 2022|| বিধানসভায় বিক্ষোভের পর স্বচ্ছতা অভিযান! বাজেটের দিনে দৃষ্টান্ত গড়ল বিজেপি

Last Updated:

West Bengal budget Session 2022 : শুক্রবার বিজেপির বিক্ষোভ কর্মসূচির পর বিজেপির পদক্ষেপকে শুধু নজিরবিহীন নয় দৃষ্টান্তমূলক বলেও মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।

#কলকাতা: বিরোধীদের বহু বিক্ষোভ কর্মসূচির স্বাক্ষী বিধানসভা। কিন্তু শুক্রবার বিজেপির বিক্ষোভ কর্মসূচির পর বিজেপির পদক্ষেপকে শুধু নজিরবিহীন নয় দৃষ্টান্তমূলক বলেও মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। এ দিন বিধানসভায় বাজেট অধিবেশন ছিল। বাজেটকে দিশাহীন বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। একই সঙ্গে কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্যের নাম দিয়ে চালানোর অভিযোগে বিধানসভার অভ্যন্তরেই বিক্ষোভ শুরু করেন বিজেপির বিধায়করা। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন কক্ষের বাইরে পোর্টিগোতে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির বিধায়করা। বিক্ষোভ দেখানোর সময় তাঁদের বেশকিছু কাগজ ছিঁড়ে ফেলতে দেখা যায়। কিন্তু কর্মসূচি শেষ হওয়ার পর ছেঁড়া কাগজগুলো একজায়গায় করে সেগুলো একটি ডাস্টবিনে ফেলে দেন বিক্ষোভকারীরা।
কিন্তু কেনও এমন করলেন বিজেপি বিধায়করা?
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, 'আমাদের দলটা শৃঙ্খলাবদ্ধ দল। আর আমাদের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের প্রবক্তা। তাই এটা আমাদের দায়িত্ব। একটা বিক্ষোভ কর্মসূচিতে কাগজ ছেঁড়া হতে পারে, কুশপুত্তলিকা পোড়ানো হতে পারে। কিন্তু কর্মসূচি শেষ হয়ে গেলে সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। যেমন খেলার মাঠ সব সময় পরিষ্কার করে রাখা হয়। তেমনভাবেই এই বিধানসভা আমাদের কর্মস্থল তাই আমাদের উচিত এই জায়গাটা পরিচ্ছন্ন রাখা।'
advertisement
advertisement
আরও পড়ুন: মার্চেই বিধায়ক-সাংসদদের নিয়ে বিজেপির দেউচা-পাচামি অভিযান, নবান্ন অভিযান নিয়েও আলোচনা
স্বচ্ছ ভারতের বার্তা নিয়ে সারা দেশেই সামাজিক আন্দোলন করে বিজেপি। ঘটা করে দিনক্ষণ ঘোষণা করে রাস্তা-ঘাট স্টেশন, পার্ক পরিষ্কার কর্মসূচি নেওয়া হয় দলের পক্ষ থেকে। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফাই অভিযান ভাইরাল হয়েছিল। এই নিয়ে বিতর্কও কম হয়নি। তবে পরিচ্ছন্নতার বার্তা দিতে কখনো পিছুপা হয়নি বিজেপি। শুক্রবার দলীয় বিধায়কদের পদক্ষেপ এই কাজেরই অঙ্গ। তবে বিধানসভায় এমন ঘটনা সকলের প্রশংসা কুড়িয়েছে।
advertisement
Ujjal Roy 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Budget Session 2022|| বিধানসভায় বিক্ষোভের পর স্বচ্ছতা অভিযান! বাজেটের দিনে দৃষ্টান্ত গড়ল বিজেপি
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement