West Bengal BJP: অনুমতি বিতর্ক! আজ CESC অভিযান নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
১৪ জুলাই কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয় বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতির পক্ষ থেকে। কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না, অভিযোগ বিজেপির। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ। প্রতিবাদে আগামী ২২ জুলাই বিজেপির সিইএসসি অভিযানে অনুমতি বিতর্ক। ১৪ জুলাই কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয় বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতির পক্ষ থেকে। কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না, অভিযোগ বিজেপির। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির।
উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। বিজেপি নেতৃত্বের দাবি, কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বাভাবিক হারে গ্রাহকদের আগাম কোনও কিছু না জানিয়েই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে CESC, এ ব্যাপারে সম্প্রতি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসে গিয়ে সিইএসসি আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপি শিবির।
advertisement
advertisement
অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহার করা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু ডেপুটেশনের পরেও এ ব্যাপারে কোনও রকম পদক্ষেপ সিইএসসি কর্তৃপক্ষ না নেওয়ায় আগামী ২২ জুলাই সিইএসসি অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় রাজ্য বিজেপির তরফে। কলকাতা পুলিশের কাছ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি চেয়ে চলতি মাসের ১৪ তারিখ চিঠি পাঠানো হয় উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের তরফে। বুধবারও ফের কলকাতা পুলিশ প্রশাসনকে অনুমতির বিষয়ে জানতে চাওয়া হলেও পুলিশ কোনও উত্তর না দেওয়ার অভিযোগ সামনে রেখে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 7:38 AM IST