West Bengal Assembly: সোমে হয়েছে শপথ, মঙ্গলেই স্পিকারের বকুনি খেলেন নয়া বিধায়করা! হলটা কী বিধানসভায়...?

Last Updated:

West Bengal Assembly: কাজের প্রথম দিনেই অধ্যক্ষের ক্ষোভের মুখে নয়া নির্বাচিত জন প্রতিনিধিরা। সোমবারই শপথ নিয়েছেন রাজ্যের ৬ উপনির্বাচনে জয়ী বিধায়করা। মঙ্গলবার দিনের শুরুতেই নয়া বিধায়কদের আচরণ নিয়ে কার্যত ক্ষুব্ধ স্বর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায়।

স্পিকারের বকুনি খেলেন নয়া বিধায়করা
স্পিকারের বকুনি খেলেন নয়া বিধায়করা
কলকাতা: কাজের প্রথম দিনেই অধ্যক্ষের ক্ষোভের মুখে নয়া নির্বাচিত জন প্রতিনিধিরা। সোমবারই শপথ নিয়েছেন রাজ্যের ৬ উপনির্বাচনে জয়ী বিধায়করা। মঙ্গলবার দিনের শুরুতেই নয়া বিধায়কদের আচরণ নিয়ে কার্যত ক্ষুব্ধ স্বর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায়।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “সদ্য শপথ নিয়েছেন আপনারা। আপনরা অধিবেশন শুরু হবার পরে কেন আসছেন বিধানসভায়? এগারোটায় অধিবেশন শুরু হয়। সাড়ে দশটার মধ্যে অধিবেশনে আসবেন। এখন এসে আপনারা আপনাদের আসন খুঁজে বেড়াবেন এটা একেবারেই ঠিক নয়।
প্রসঙ্গত, নয়া বিধায়কদের সাত দিন ধরে বিধানসভায় প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল আগেই। কিন্তু তা না হওয়ায় নিয়ম না জানায় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় নতুন বিধায়কের মধ্যে। পরে তৃণমূল কংগ্রেস বিধায়ক দীনেন রায়কে তোপ দাগেন অধ্যক্ষ। বিধানসভায় প্রশ্ন জমা দেবেন আর সঠিক সময়ে আসবেন না। এটা চলতে পারে না।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী পরিষদীয় দলের বৈঠকে এই বিষয়ে সতর্ক করেছিলেন দলীয় বিধায়কদের। নিয়ম মেনে, সঠিক সময়ে বিধানসভায় আসতে বলা হয়েছিল। আজ, মঙ্গলবারই একই সুর শোনা গেল অধ্যক্ষের গলায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: সোমে হয়েছে শপথ, মঙ্গলেই স্পিকারের বকুনি খেলেন নয়া বিধায়করা! হলটা কী বিধানসভায়...?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement