West Bengal Assembly: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ ফের সরগরম বিধানসভা, ফের বিতণ্ডার আশঙ্কা

Last Updated:

West Bengal Assembly: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ ফের সরগরম বিধানসভা। শোকপ্রস্তাবের পর দ্বিতীয় ভাগে দফতর ধরে ধরে কাটাছেঁড়া শুরু হয়েছে। ছাব্বিশের ভোটের আগে কাজের খতিয়ানে জোর দেওয়া হচ্ছে। উঠতে পারে এপিক-গরমিল ইস্যুও।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব
কলকাতা: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ ফের সরগরম বিধানসভা। শোকপ্রস্তাবের পর দ্বিতীয় ভাগে দফতর ধরে ধরে কাটাছেঁড়া শুরু হয়েছে। ছাব্বিশের ভোটের আগে কাজের খতিয়ানে জোর দেওয়া হচ্ছে। উঠতে পারে এপিক-গরমিল ইস্যুও। শুক্র-শনি-রবি ছুটির পর সোমবার থেকে ফের বিতণ্ডার আশঙ্কা। ২০শে মার্চ পর্যন্ত সেশনে একাধিক বিলেও নজর রাজ্যের।
স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, আজ ১০ তারিখ থেকে পুনরায় শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। আজ শোকপ্রস্তাবের পরে হবে প্রশ্নোত্তর। এরপর বাজেট নিয়ে আলোচনা হবে।
সোম থেকে বৃহস্পতিবার রোজ প্রশ্নোত্তর, মেনশন ও বাজেট নিয়ে আলোচনা হবে।
advertisement
advertisement
লোকসভায় একটা দুটো বিষয়ের বাইরে ডিমান্ড নিয়ে আলোচনা হয়। এখানে সরকার যা যা বিষয় নিয়ে আলোচনা চাইবেন তাই হবে। ডিমান্ড নিয়ে আলোচনা হলে অনেক বিষয় যুক্ত থাকে। সরকার যা যা চাইছে তাই নিয়ে আলোচনা হবে। তবে স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। স্বরাষ্ট্র নিয়ে নানা আলোচনা হয়। প্রশ্ন আসে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “কিছুই এড়িয়ে যাওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ ফের সরগরম বিধানসভা, ফের বিতণ্ডার আশঙ্কা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement