West Bengal Assembly Election 2021: কেন চলল গুলি? শীতলকুচি কাণ্ডে পৃথক তদন্ত করবে সিআইএসএফ

Last Updated:

নির্বাচন কমিশন সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে৷ তদন্তের জন্য দিল্লি থেকে রাজ্যে আসছেন সিআইএসএফ-এপ উচ্চপদস্থ আধিকারিকরা৷

#কলকাতা: শীতলকুচি কাণ্ডের পৃথক তদন্ত করবে সিআইএসএফ৷ গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী৷ যে ঘটনায় মৃত্যু হয় চার জনের, আহত হন সাত জন৷ ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআইএসএফ জওয়ানরাই৷ কী পরিস্থিতিতে তাঁদের গুলি চালাতে হল, প্রকৃত ঘটনা কী ঘটেছিল তা জানতে অভ্যন্তরীণ তদন্ত করবে সিআইএসএফ৷
advertisement
নির্বাচন কমিশন সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে৷ তদন্তের জন্য দিল্লি থেকে রাজ্যে আসছেন সিআইএসএফ-এপ উচ্চপদস্থ আধিকারিকরাও৷ তবে শীতলকুচির ঘটনাস্থলে যাবেন না তাঁরা৷ ওই দিন বাহিনীর যে জওয়ানরা ঘটনাস্থলে ছিলেন, তাঁেদর সঙ্গে কথা বলবেন সিআইএসএফ কর্তারা৷ কথা বলা হবে নির্বাচন কমিশন এবং জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও৷
advertisement
শীতলকুচির ঘটনার পরই নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল সিআইএসএফ৷ সেই রিপোর্টে দাবি করা হয়েছিল, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিলেন বাহিনীর জওয়ানরা৷ না হলে তাঁদের উপরেই প্রাণঘাতী হামলা চালাতে জড়ো হয়েছিল কয়েকশো গ্রামবাসী৷ জওয়ানদের আগ্নেয়াস্ত্রও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ কোচবিহারের পুলিশ সুপার এবং কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষকও বাহিনীর এই দাবিকেই সমর্থন করেছিলেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, ক্ষমতায় এলে এই ঘটনায় সিআইডি তদন্ত করবেন তারা৷
advertisement
Somraj Bandopadhyay
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election 2021: কেন চলল গুলি? শীতলকুচি কাণ্ডে পৃথক তদন্ত করবে সিআইএসএফ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement