কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Last Updated:
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বুধবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ৭ সেনা, উরির আতঙ্ক ফেরাল নাগরোটা
advertisement
উরি হামলার পরে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। সীমান্ত সন্ত্রাসে বড়সড় আঘাত হানা গিয়েছে, এমন দাবি শোনা গিয়েছিল তখন। দু’দিন আগেও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর সে কথার প্রতিধ্বনি করে বলেছেন, দেশের সীমান্ত এখন সুরক্ষিত। নোট বাতিল করে জঙ্গি কার্যকলাপে একটা বেশ বড় ধাক্কা দেওয়া হয়েছে।
advertisement
ভোটবন্দি করুন মোদীকে, ডাক দিলেন মমতা
রাজনীতির প্রবাদ বলে দিল্লির তখতের রাস্তা লখনউ হয়ে যায়। কিন্তু এ কোন লখনউ! গোমতীনগর যেন এক টুকরো কলকাতা! গত কাল দুপুরেই দেখা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাস ফুলের ছবির কাট আউটে একটু একটু করে ঢাকা পড়ছে গোমতীর এ পার (ও পারে পুরনো লখনউ শহর)। আজ গোমতীনগর দৃশ্যত আরও অচেনা! গোটা এলাকাটাই ছেয়ে গিয়েছে হোর্ডিংয়ে। রাস্তার দু’ধার, গোল চকের চারপাশ— বাদ নেই কিছুই। তবে শুধু মমতার ছবিতে নয়। নতুন কাট আউটে রাতারাতি ঘাস ফুলের সঙ্গে জুড়ে গিয়েছে সাইকেল, মমতার পাশাপাশি অখিলেশ সিংহ যাদব। একেবারে ভোজবাজি যেন!
advertisement
ব্যাঙ্কে পড়ল কত, দেখতে চান মোদী
নিজের দলের নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশ— ব্যাঙ্কের খতিয়ান দিন।
শুনে একজোট বিরোধীরা বলছেন— প্রহসন! গত কয়েক দিন ধরেই বিরোধীরা অভিযোগ তুলে আসছেন, নোট বাতিলের খবর বেছে বেছে ফাঁস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা না হলে তাঁর ঘোষণার ঠিক আগেই পশ্চিমবঙ্গের বিজেপি কী করে মোটা টাকা ব্যাঙ্কে ঢোকাল? শুধু সেপ্টেম্বরে সমস্ত ব্যাঙ্কে মোট জমার পরিমাণ চোখে প়ড়ার মতো বেড়ে গেল কেন? মোদীর ঘোষণার আগে কী করে গোটা দেশে একের পর এক জমি কিনে ফেলল বিজেপি? তবে কি নিজেদের টাকা সামলে নেওয়ার পরেই মোদী নোট বাতিলের ঘোষণা করেছিলেন, প্রশ্ন বিরোধীদের।
advertisement
গ্রাহকদের হয়ে ব্যাঙ্কের লাইনে ‘ছোটু’
টাকা তোলা বা বদল করতে হবে, অথচ ব্যাঙ্ক, এটিএম-এর সামনে লম্বা লাইন? শরীর খারাপ বা কাজের চাপে সেই লাইনে দাঁড়ানোর সময় নেই? ঘণ্টা পিছু মাত্র ৯০ টাকা দিলেই দিল্লিতে এখন লোক মিলছে লাইনে দাঁড়ানোর। আর এই বাজারে এমন সুযোগ লুফে নিচ্ছেন অনেকেই।
advertisement
নোট বাতিলের বদলা নেবেন মানুষ: মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কার্যত প্রধান ইস্যু করে দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নোট বাতিল আন্দোলনে এই মুহূর্তে দেশের বিরোধী শিবিরের প্রধান মুখ তৃণমূল সুপ্রিমোর অগ্নিকন্যা ইমেজকে নিজেদের ভোটের প্রচারে ব্যবহার করে নিল উত্তরপ্রদেশের শাসকদল সমাজবাদী পার্টি (সপা)। একের পর এক প্রতিবাদ সভা, ধরনা আর বিক্ষোভ আয়োজনের প্রেক্ষিতে লখনউয়ের ‘ডোরিনা ক্রশিং’ হয়ে ওঠা গোমতিনগরের ১০৯০ চৌরাস্তায় দলের সবস্তরের হাজার হাজার কর্মী কর্মী-সমর্থক, কিরণময় নন্দের মতো দলের সহ-সভাপতিসহ একঝাঁক নেতা আর মন্ত্রিসভার পাঁচ গুরুত্বপূর্ণ সদস্যকে মঙ্গলবার দুপুরের সভায় পাঠিয়ে, শহরের কালীদাস মার্গের বাসিন্দা অখিলেশ সিং যাদব কুড়িয়ে নিলেন তৃণমূল সুপ্রিমোর আশীর্বাদ। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেমে মুলায়ম পুত্র মঞ্চ থেকে শুনলেন মমতার ভরসার বার্তা—আমি অখিলেশকে আশীর্বাদ করছি। স্বৈরাচারী বিজেপিকে হটিয়ে ফের ও ক্ষমতায় আসবে। আসন্ন নির্বাচনে সপা’র প্রধান প্রতিপক্ষ কে? বহেনজি মায়াবতীর বহুজন সমাজ পার্টি নাকি কালোধন উদ্ধারে নামা নরেন্দ্র মোদির বিজেপি?
advertisement
ফের জম্মুতে সেনা শিবিরে জঙ্গি হানা নিহত ৭ সেনা
পাঠানকোট। উরি। এবার নাগরোটা। বিমানবাহিনী অথবা সেনার সদর দপ্তর কিংবা সরাসরি বেসক্যাম্পের মধ্যে ঢুকে পড়ে সামরিক বাহিনীর উপর হামলা চালানোর মতো দুঃসাহসিক প্রবণতায় ক্ষান্ত দিচ্ছে না পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। ভোর সাড়ে ৫টায় জম্মুর সেনাশিবিরে আত্মঘাতী জঙ্গির আক্রমণে সেনার সাত সদস্য নিহত হয়েছেন। জঙ্গিরা বিস্ফোরক, গ্রেনেড ও অ্যাসল্ট রাইফেল নিয়ে জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে ভারতীয় সেনার এক অফিসার্স মেসের মধ্যে ঢুকে পড়ে অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। ঢুকে পড়ে এক বিল্ডিংয়ের মধ্যেও। সেখানে থাকা ১২ জন সেনা অফিসার, দুটি শিশু ও চার মহিলা আটকে পড়েন। জঙ্গিদের পালটা আক্রমণ করে ভারতীয় সেনা। সংঘর্ষে সেনাবাহিনীর দু’জন অফিসার এবং পাঁচজন জওয়ান শহিদ হন। অফিসাররা হলেন, মেজর কুণাল ঘাসালভি এবং ল্যান্সনায়েক সম্ভাজি যশোবন্ত কদম। আচমকা আক্রমণে প্রথমে হতচকিত হয়ে গেলেও সেনাবাহিনী জবাব দেয়। কিন্তু অফিসার্স মেসের একাংশ গ্রেনেড দিয়ে সন্ত্রাসবাদীরা উড়িয়ে দিয়ে লজিস্টিকস বিল্ডিংয়ের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। শুরু হয় গুলির লড়াই। তিন সেনা জওয়ান প্রাথমিক আক্রমণে নিহত হয়েছেন। এরপর আরও চারজনের মৃত্যু হয়। সারাদিন ধরে চলে গুলির লড়াই। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাঁচ জঙ্গিকে অবশেষে হত্যা করা সম্ভব হয়েছে। গোটা এলাকা সেনাবাহিনী ঘিরে ফেলে এবং তাবৎ রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
advertisement
দলের এমএলএ-এমপি’দের ব্যাংক খতিয়ান চাইলেন মোদি
নোট বাতিলের খবর আগাম বিজেপির নেতারা জানতেন এবং সেই জন্যই রাজ্যে রাজ্যে জমি কেনা থেকে ব্যাংকে কোটি কোটি টাকা জমা দেওয়া হয়েছে বলে বিরোধীদের লাগাতার অভিযোগের জবাব দিতে নরেন্দ্র মোদি পালটা কৌশল নিয়েছেন। আজ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী দলের সংসদ সদস্য এবং বিধায়কদের নির্দেশ দিয়েছেন সকলেই যেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের তাবৎ ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ও কারেন্ট অ্যাকাউন্টের ব্যালান্স শিট পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে জমা করেন। ৮ নভেম্বর প্রধানমন্ত্রী রাত আটটায় ঘোষণা করেছিলেন, সেদিন মধ্যরাত থেকেই ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত। পুরানো নোট জমা দেওয়ার প্রক্রিয়াটি চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেই কারণেই এই সময়সীমার মধ্যে বিজেপি এমপি এবং এমএলএ-দের ব্যাংক অ্যকাউন্ট তথা ব্যাবসায়িক লেনদেন প্রকাশ করার নির্দেশ দিয়ে বিরোধীদের প্রচারকে ভ্রান্ত প্রমাণ করতে চাইছেন মোদি। এই নির্দেশ নিয়ে আজ রাজনৈতিক মহলে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে।
বরানগরে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা
ছুরি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক কাপড় ব্যবসায়ী। ঘটনার সময় বাবা-মায়ের ধস্তাধস্তি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে জখম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী তাঁদের একমাত্র মেয়েও। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ফকির ঘোষ লেনে। ছুরির আঘাতে শরীরের একাধিক জায়গায় শিরা কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় স্ত্রী রশ্মি কাপুরের (৩১) মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ১৩ বছরের মেয়ে পূজা ও কাপড় ব্যবসায়ী বিকাশ কাপুরকে আর জি কর হাসপাতালে ভরতি করানো হয়েছে। ওই ব্যবসায়ীর শ্বশুরবাড়ির লোকজন জামাইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে আর্থিক অনটনের কথাও জানা গিয়েছে। তবে সব দিকগুলি পুলিশ খতিয়ে দেখছে।
গর্ভ ভাড়াতে সক্রিয় দুষ্ট চক্র, নজর সিআইডি-র
এক ধাক্কায় চেনা সেই বিজ্ঞাপনটা এখন কাগজের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন কলাম থেকে উধাও ৷ অথচ সারা বছর ধরেই ছোট হলেও নজরে পড়ে সেই ধরনের আবেদন, ‘গর্ভ ভাড়া দিতে হলে যোগাযোগ করুন ৷’ নীচে দেও?া থাকে কোনও না কোনও ফোন নম্বর ৷
যুদ্ধংদেহি বিরোধীরা দেখেও নিজের লক্ষ্যে অবিচল মোদী
এক সময় রাজনৈতিক ভাবে ‘একলা চলো ’র ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সে পথে খানিকটা হেঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ কালো টাকা বন্ধের নামে যে ভাবে আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তাতে তিনি অনেকটাই একা ৷
আড়ালেই অখিলেশ, লখনৌর অচেনা মাঠে বাজিমাত মমতার
‘হমসে জো টকরায়েগা, চুর চুর হোজায়েগা ৷’ মঞ্চ থেকে স্লোগান তুলেছেন তিনি ৷ গলা মেলাচ্ছে জনতা ৷ পার্থক্য শুধু ভাষা ৷ আর ভৌগোলিক দূরত্বে ৷ মেজাজে পুরোদস্ত্তর এ রাজ্যের যে কোনও প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমার্কা জনসভা ৷
নাগরোতার সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গিহানায় নিহত ৭ জওয়ান
জম্মুর কাছে নাগরোতা সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ ৷ নিহতদের মধ্যে রয়েছেন ২ সেনা অফিসারও ৷ বাকি ৫ জন জওয়ান ৷ খতম করা হয়েছে ৩ জঙ্গিকে ৷ নাগরোতার এই সেনাঘাঁটি থেকে পাকিস্তান সীমান্তে মাত্র ১২ মাইল দূরে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2016 9:23 AM IST