কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বুধবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বুধবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
বাজেয়াপ্ত বাড়ি-গাড়ি নিয়ে নাস্তানাবুদ ইডি
advertisement
তদন্ত করা তাঁদের কাজ। জাঁতাকলে পড়ে এখন ছুটছেন বাড়ি-গাড়ি দেখাশোনা করতে। যে সে বাড়ি-গাড়ি নয়। সব জনতার টাকায় কেনা! সারদার প্রায় হাজার কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার মধ্যে ৮৫% হল জমি। বাকি সম্পত্তির মধ্যে বিলাসবহুল ফ্ল্যাট বা অফিসের পাশাপাশি রিসর্ট, ডেয়ারি, এমনকী স্কুলও রয়েছে। ইডি-র ঘাড়ে এখন তার রক্ষণাবেক্ষণের দায় চেপেছে। ফি বছর দিল্লি থেকে গড়ে প্রায় আধ কোটি টাকা আসছে শুধু এরই খাতে।
advertisement
আমিই থাকব, মোদী নয়: মমতা
হিন্দি বলয়ে কথিত রয়েছে, রাজনীতির দ্বৈরথে স্নায়ু ধরে রাখাটা ‘শ’বাতকি এক বাত!’ এবং সেই লড়াইয়ে পিছিয়ে পড়ার অর্থ যুদ্ধে অর্ধেক পিছিয়ে পড়া! বেআইনি লগ্নি কেলেঙ্কারিতে সিবিআই তদন্তকে পুঁজি করে বিজেপি যখন বাংলার শাসক দলকে প্রবল চাপে ফেলতে চাইছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বুঝিয়ে দিলেন, সে গুড়ে বালি! প্রতিহিংসার কৌশলে দমানো যাবে না তাঁকে। বরং মানুষকে নোট-ধাক্কা দেওয়া থেকে শুরু করে বদলার রাজনীতি মোদীকেই ডুবিয়ে ছাড়বে।
advertisement
‘রাজ্যের সঙ্গে কথা না বলেই নোট বাতিল!’
সাধারণ মানুষের রুজি-রুটিতে থাবা তো বসেইছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পায়েও কুড়ুল মেরেছে নোট বাতিলের একতরফা সিদ্ধান্ত। অথচ নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে বিরোধীরা একজোট হয়ে তার তেমন জোরালো প্রতিবাদ করেননি। ফলে আগাগোড়া ভুল পদ্ধতিতে নেওয়া এই সিদ্ধান্ত যে কতখানি গলদে ঠাসা, এখনও তা আঁচ করতে পারেননি আমজনতার বড় অংশ। নোট নাকচ নিয়ে মঙ্গলবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিযোগ তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
advertisement
ফের যদি পাল্টি খান? বাবার শর্তে তাই না টিপুর
মাত্র দু’দিন সময় আছে হাতে। অর্থাৎ ৪৮ ঘণ্টা। তার মধ্যে ঠিক করতে হবে, সমাজবাদী পার্টির সাইকেল প্রতীক নিয়ে মারামারিটা চলবে না থামবে! কারণ নির্বাচন কমিশন শুক্রবার বসবে প্রতীক-যুদ্ধের ফয়সালা করতে। এই অবস্থায় গত কাল বিকেলে সুর নরম করে বাবা মুলায়ম সিংহ যাদব জানিয়েছেন, ভোটে জিতলে ছেলে টিপুই ফের মুখ্যমন্ত্রী। গত কয়েক মাসে শুধু নিজের হাতে গড়া দল নয়, নিজের ছেলে সম্পর্কেও যে ভাবে ঘনঘন মত বদলেছেন মুলায়ম, তার পরে আর দেরি করতে চাননি টিপু ওরফে অখিলেশ। আজ সকালেই নিজের মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে পায়ে হেঁটে পৌঁছেছিলেন বাবার কাছে। কাল বিকেলের বয়ান বদলের আগেই সমস্যা যাতে মেটানো যায়।
advertisement
bartaman_big11
সুদীপের বাড়িতে রোজভ্যালি কর্তার বৈঠকের ফুটেজ সিবিআইয়ের হাতে
কোম্পানির হাল-হকিকত নিয়ে সপ্তাহান্তে তৃণমূলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনঘন বৈঠক করেছেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। এমনকী প্যাকেটে মুড়ে নিয়ে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা। তৃণমূল ক্ষমতায় আসার পর এই বৈঠকের মাত্রা বেড়েছে। তদন্তকারী সংস্থার দাবি, চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর রোজভ্যালির ব্যাবসাকে কীভাবে টিকিয়ে রাখা যাবে, তা নিয়ে আলোচনার জন্য নিজের বাড়িতেই গৌতম কুণ্ডুকে ডেকে পাঠিয়েছিলেন সুদীপবাবু। তদন্তে নেমে এমনই তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। এমনকী সেই বৈঠকের ফুটেজও তাদের কাছে এসে গিয়েছে। সিবিআইয়ের দাবি, ওই সমস্ত বৈঠকে শাসকদলের অন্য নেতারাও হাজির থেকেছেন বিভিন্ন সময়ে। এই চিটফান্ড সংস্থার সঙ্গে শাসকদলের এমপি কতটা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন, তা বিভিন্ন বৈঠক থেকেই স্পষ্ট হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য। এমনকী ডেলোর বৈঠকের কথাও সুদীপবাবু জানতেন বলে সিবিআইয়ের দাবি। যদিও মঙ্গলবার সিবিআই কর্তাদের কাছে এই এমপি দাবি করেছেন, তিনি কখনই রোজভ্যালি কর্তাকে বাড়িতে ডাকেননি। মাত্র একটি অনুষ্ঠান বাদে তাঁর সঙ্গে রোজভ্যালি কর্তার কোনওদিনই সাক্ষাৎই হয়নি।
advertisement
গৌতম কুণ্ডুর টাকাতেই স্বামীর সঙ্গে দেখা করতে বিদেশ যেতেন নায়িকা
রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর টাকাতেই একাধিকবার বিদেশে পাড়ি দিয়েছেন টলিউডের সেই প্রথম সারির নায়িকা। বিমানে যাতায়াতের খরচ থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করে দিয়েছেন রোজভ্যালি কর্তা নিজেই। স্বামী ও পরিজনদের সঙ্গে দেখা করতে যাবেন, একথা মুখ থেকে বের করা মাত্র তাঁর জন্য টাকার থলি নিয়ে হাজির হতেন চিটফান্ড কর্তা। এক একটি ট্যুরে খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা। নায়িকার সেই বিদেশ ভ্রমণ এখন সিবিআইয়ের নজরে। এমনকী রোজভ্যালির তরফে বিদেশে যখনই কোনও অনুষ্ঠান করা হয়েছে, সেখানেও গিয়েছেন ওই নায়িকা। তাঁর যাতায়াতের পুরো খরচই বহন করেছে চিটফান্ড সংস্থা। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কিছু নথি এসেছে সিবিআইয়ের হাতে। এর টাকা যে গৌতমবাবু মিটিয়েছেন, তা ওই নথি থেকে স্পষ্ট হয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। তবে সিবিআইয়ের এই তৎপরতায় বসে নেই টলিউডের ওই নায়িকাও। দিল্লিতে কেন্দ্রের শাসকদলের কয়েকজনকে ‘ম্যানেজ’ করে এ যাত্রায় রক্ষা পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছেন তিনিও।
advertisement
নোটবাতিল: সব তথ্য দিতে চায় রিজার্ভ ব্যাংক, রাজি নন মোদি
নিয়ম হল, যে কোনও সফল পদক্ষেপের কৃতিত্ব নিতে চায় সকলেই। আর ব্যর্থতার আভাস পেলেই প্রত্যেকে সেই সিদ্ধান্তগ্রহণের দায় থেকে দূরত্ব বাড়াতে চায়। নোট বাতিলকে যুগান্তকারী সিদ্ধান্ত আখ্যা দিলেও মোদি সরকার প্রাণপণে সেই পদক্ষেপটির দায় রিজার্ভ ব্যাংকের উপরই চাপিয়ে দিতে চাইছে। কিন্তু রিজার্ভ ব্যাংক মোটেই সেই দায় নিতে আগ্রহী নয়। কারণ দেখা যাচ্ছে নোট বাতিলের পর প্রয়োজনের টাকা হাতে না পাওয়ায় মানুষ সবথেকে বেশি ক্ষিপ্ত ব্যাংকের উপরই। গত দেড় মাস ধরে সুকৌশলে সংকটের দায় তাদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেছে রিজার্ভ ব্যাংক। তাই কত টাকা বাতিল হয়েছে, কত টাকা ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও ডাকঘরে ফিরে এসেছে এবং কত টাকার নতুন নোট ছাপা হয়েছে তার সব তথ্য অবিলম্বে সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাইছে রিজার্ভ ব্যাংক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিলছে না। মোদি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আরও বেশি সময় নিয়ে ব্যাংক ও ডাকঘরে জমা পড়া পুরানো নোটের যাবতীয় পরিসংখ্যান যাচাই করা হোক। তারপর তা প্রকাশ করতে হবে।
কার্শিয়াংয়ের কাছে লাইনচ্যুত টয় ট্রেন, জখম ৩
মঙ্গলবার লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল টয় ট্রেন। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বেলা ৩টে নাগাদ কার্শিয়াংয়ের কিছুটা দূরে মহানদী দুঙ্গিকুঠিতে লাইনচ্যুত হয় ট্রেনটি। দুর্ঘটনায় ট্রেনের চালক সহ তিনজন জখম হয়েছেন। তাঁদের কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসার পর অবশ্য সবাইকে ছেড়েও দেওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, দুর্ঘটনার জেরে কোচটি রাস্তার দিকেই ঝুঁকে পড়ে। যাত্রীরা আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। দার্জিলিং থেকে শিলিগুড়ি টয় ট্রেনের এই লম্বা সফরের অনেক জায়গাতেই বিপজ্জনক খাদের একেবারে ধার দিয়ে লাইন গিয়েছে। খাদের দিকে এই দুর্ঘটনা ঘটলে বড়সড় বিপর্যয় হতে পারত। দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন। দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ei samay
জোলো বাতাস ঠেলে সরাচ্ছে, জোরদার হিমেল হাওয়া
বঞ্চিত বাংলার জন্য প্রকৃতিই বোধহয় উতলা হয়ে উঠেছে ১ না হলে মেঘলা আকাশের নীচে হিমেল হাওয়াকে যে ভাবে জোলো বাতাসের সঙ্গে টক্কর নিতে দেখা গেল, তা চলতি মরসুমে বিশেষ একটা দেখা যায়নি ৷ আবহবিদরাও নিষ্চিন্ত হয়ে বলেছেন, সমুদ্র থেকে ঢুকে পড়া পুবালি বাতাসকে ঠেলে সরানোর কাজ শুরু করে দিয়েছে বরফছোঁয়া শুকনো বাতাস ৷
হাওয়া ঘুরছে, ছাত্রভোটে স্লোগান সমকামেরও
নিজেকে ‘সমকামী’ বলতে কোনও লজ্জা নেই  অস্মিতা সরকারের ৷ তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভোটে আইসার-র প্রার্থী অস্মিতার প্রচারের বিষয়ও সমকামিতা ৷ রাজ্যের ছাত্রভোটে প্রথম কোনও লেসবিয়ান ছাত্রী হিসেবে লড়বেন বর্ধমানের এই মেয়ে ৷
ঘরানা বদলেছেন পুত্র, পিতার গোঁসা তাতেই
পিতা পুত্রের সংঘাত কোনও নতুন বিষয় নয় ৷ মোহনদাস করমচাঁদের জ্যেষ্ঠ পুত্র হরিলাল বাবার বিরোধী ছিসেন প্রায় সারাটা জীবন ৷ তাঁর মনে হয়েছিল বাকি দুনিয়ার কাছে যিনি আদর্শ, তাঁর কাছে তিনি আদর্শ নন ৷
‘মমতাই থাকবে, তুমি গদিছাড়া হবে’
মমতাই থাকবে, তুমি থাকবে না ৷ কেন্দুলিতে বাউল অ্যাকাডেমির শিলান্যাস করে মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নোট সঙ্কট নিয়ে নমোকে তুলোধনা করে তাঁকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন মমতা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement