Weather Update: ভোটের তপ্ত বাংলায় দিনভর কেমন থাকবে আবহাওয়া, কী বলছে হাওয়া অফিস
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: শনিবার পঞ্চায়েত ভোট ঘিরে এমনিতেই তপ্ত বাংলার পরিস্থিতি। উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্ত থেকে আসছে হিংসার খবর। ভোটের দিন বাংলার আবহাওয়াও কিন্তু গরম থাকার সম্ভাবনাই বেশি। দু-এক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছাড়া খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
কলকাতা: শনিবার পঞ্চায়েত ভোট ঘিরে এমনিতেই তপ্ত বাংলার পরিস্থিতি। উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্ত থেকে আসছে হিংসার খবর। একের পর এক ঘটছে প্রাণাশও। ভোটের দিন বাংলার আবহাওয়াও কিন্তু গরম থাকার সম্ভাবনাই বেশি। দু-এক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছাড়া খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি। আগামি কয়েক দিনে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি অথবা থান্ডার সাওয়ার হতে পারে। উত্তরবঙ্গেও শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। তাপমাত্রা তাৎপর্যপূর্ণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আগামী কয়েক দিন।
advertisement
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ২৩.৮ মিলিমিটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 10:50 AM IST