Home /News /kolkata /
‘অসুর’ বৃষ্টি ভাসাবে সপ্তমী, আগামী ৩ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

‘অসুর’ বৃষ্টি ভাসাবে সপ্তমী, আগামী ৩ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Representational Image

Representational Image

‘অসুর’ বৃষ্টি ভাসাবে সপ্তমী, আগামী ৩ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

 • Share this:

   #কলকাতা: আজ মহাসপ্তমী। শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা। কিন্তু এই আনন্দে জল ঢালতে তৈরি বর্ষাসুর ৷ ষষ্ঠী পেরিয়ে সপ্তমী ৷ আকাশের মুখ আজ ভার ৷ বেলা বাড়তে না বাড়তেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উৎসবের তিলোত্তমার সপ্তমীর মুড সকাল সকালই বৃষ্টিতে ভিজে সপসপে ৷ তবুও বৃষ্টি মাথায় করেই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন কচিকাচা থেকে বড়রা ৷

  কলকাতা থেকে জেলা সর্বত্র উৎসবের আমেজ। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। ঢাকের বোলে জমজমাট পুজো প্রাঙ্গন। আট থেকে আশি পুজোর আনন্দে মেতেছেন সবাই। কিন্তু আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর ৷ আলিপুরের পূর্বাভাস, সপ্তমীর সারাদিনই মহানগরে দফায় দফায় বিক্ষিপ্ত দাপট দেখাবে বৃষ্টি ৷

  আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় ৷ শুধু কলকাতাই নয়, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ হাওড়া ও দুই মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে ৷

  আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সপ্তমীই নয় পুজোর বাকি দিনগুলিও শহর জুড়ে দাপিয়ে বেড়াবে বর্ষাসুর ৷

  First published:

  Tags: Durga Puja, Durga Puja 2017, Saptami, Weather Report, Weather Update

  পরবর্তী খবর