Derek o Brien: 'নন্দীগ্রাম সহ বাংলা জয় করছে তৃণমূল', বাবুলের 'হার' নিয়েও তুমুল কটাক্ষ

Last Updated:

মোদির দাবিকে ফুৎকারে উড়িয়ে মমতার পালটা দাবি, 'মানুষের আশীর্বাদে আমি জিতছি নন্দীগ্রামে। আর বাংলাতেও ২০০-র বেশি আসনে জিতব আমরা।' আর রাজ্যের চতুর্থ দফা ভোটের আগের দিন সেই বিষয়টাই উসকে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien)।

#কলকাতা: নন্দীগ্রামে কে জিতছেন? বাংলাই বা এবার কার দখলে? বিজেপি তথা নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah) বারবার রাজ্যে এসে দাবি করছেন, তৃণমূলের বিদায় নিশ্চিত। এমনকী নন্দীগ্রামের (Nandigram) ভোটের দিন রাজ্যে প্রচারে এসে মোদি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বলেছিলেন, 'দিদির মুখই বলে দিচ্ছে বাংলার ফল। দিদির মুখই বাংলার এক্সিট পোল।' যদিও মোদির দাবিকে ফুৎকারে উড়িয়ে মমতার পালটা দাবি, 'মানুষের আশীর্বাদে আমি জিতছি নন্দীগ্রামে। আর বাংলাতেও ২০০-র বেশি আসনে জিতব আমরা।' আর রাজ্যের চতুর্থ দফা ভোটের আগের দিন সেই বিষয়টাই উসকে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien)।
advertisement
advertisement
শুক্রবার সকালেই ট্যুইটে ডেরেক লেখেন, 'আমরা বাংলা জয় করছি। আমরা নন্দীগ্রামে ইতিমধ্যেই জিতে গেছি। যে কেন্দ্রীয় মন্ত্রী এখানে প্রার্থী হয়েছেন, তিনিও হারবেন।' প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একমাত্র বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) প্রার্থী করেছে বিজেপি। টালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুলের প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবারই ভোট রয়েছে টালিগঞ্জে। তার আগেরদিনই তৃণমূল মুখপাত্রর কটাক্ষ রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
অপরদিকে, মমতাকে উদ্দেশে করে শুভেন্দু অধিকারীর করা 'সাম্প্রদায়িক' মন্তব্যের প্রেক্ষিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়টি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ডেরেক। ট্যুইটে লিখেছেন, 'বাংলার বিজেপি প্রার্থী গত ২৭ মার্চ নিজের বক্তব্যে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছিলেন। শেষমেশ দশ দিন পর তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। আমি ভুলে গিয়েছি, ইলেকশন কমিশন কোন দায়িত্বে রয়েছে।'
advertisement
এদিকে, প্রথম নোটিশের পর এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সিআরপিএফ (CRPF) যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফ-কে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।' আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে সরব হয়েছিল বিজেপি। এরপরই এদিন ফের ওই মন্তব্যের প্রেক্ষিতে মমতাকে নোটিশ পাঠাল কমিশন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Derek o Brien: 'নন্দীগ্রাম সহ বাংলা জয় করছে তৃণমূল', বাবুলের 'হার' নিয়েও তুমুল কটাক্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement