এপ্রিল-জুলাই মাসের বিদ্যুতের বিল জমার সময়সীমা বাড়াল WBSEDCL

Last Updated:

এপ্রিল-জুলাইয়ের বিল দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানাল সংস্থা৷

#কলকাতা: বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ (WBSEDCL)৷ এপ্রিল-জুলাইয়ের বিল দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানাল সংস্থা৷
সিইএসসি-র মতো রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বহু গ্রাহকও আকাশছোঁয়া বিল পেয়েছে বলে অভিযোগ জানিয়েছেন৷ অভিযোগ উঠেছে মাত্রাতিরিক্ত বিলের৷ গ্রামীণ বাংলায় অনেকেই অভিযোগ করেছেন, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের বিল এসেছে আকাশছোঁয়া৷
রাজ্য বিদ্যুত্‍ বণ্টন পর্ষদের বক্তব্য, যাঁদের আকাশছোঁয়া বিল এসেছে, তাঁরা অভিযোগ জানান নিকটবর্তী বিদ্যুত্‍ পর্ষদের অফিসে৷ তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে৷
advertisement
WBSEDCL বর্ধমানের রিজিওনাল ম্যানেজার রাজু মণ্ডলের কথায়, 'আমাদের মনে হচ্ছে, গড় বিলিংয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে৷ আসলে মিটার রিডিং কর্মীরা করোনা অতিমারীর জন্য বাড়িতে গিয়ে মিটার দেখতে পারেননি৷ তাই এই পদ্ধতিতে বিল তৈরি করতে হয়েছে৷'
advertisement
অন্যদিকে, ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিবাদে চাপের মুখে ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC) জানিয়েছে, এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল জমা দিতে হবে না৷ শুধু জুন মাসের বিল দিলেই হবে৷ সিইএসসি-র এই ঘোষণায় বিদ্যুতের বিলের পাহাড়প্রমাণ অঙ্ক না মেটানোর আপাত স্বস্তির বার্তা শোনালেও, গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে ধন্দ৷ গ্রাহকদের প্রশ্ন, ইতিমধ্যেই অনেকে বিল দিয়েছেন৷ তাঁদের কী হবে? এ ছাড়া, জুনের বিল ফের আলাদা করে সিইএসসি পাঠাবে কি না, তার হিসেব কী ভাবে হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন৷
advertisement
এই ধন্দের পরিপ্রেক্ষিতে সোমবার CESC জানিয়েছে, নতুন বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে৷ জুনের বিল আলাদা করা হচ্ছে৷ অনেকে ইতিমধ্যেই বিল দিয়েছেন৷ তাঁদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই৷ আপাতত ৩ থেকে ৪ দিন সময় লাগবে৷ এপ্রিল ও মে মাস থেকে জুন মাস কী ভাবে আলাদা করা হবে, তার কাজ চলছে৷ নতুন বিল পাঠানো হবে কিনা ও যাঁরা ইতিমধ্যেই অনলাইনে বিল পেমেন্ট করেছেন, তাঁদের বিষয়েও জানিয়ে দেওয়া হবে কয়েক দিনের মধ্যেই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এপ্রিল-জুলাই মাসের বিদ্যুতের বিল জমার সময়সীমা বাড়াল WBSEDCL
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement