WBJEE 2021: জয়েন্টের দিন পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে রাজ্য

Last Updated:

WBJEE 2021: পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে আগাম চিঠি দিল পরিবহণ দফতর।

#কলকাতা: ১৭ জুলাই জয়েন্টের  ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা (WBJEE 2021)। ছাত্রছাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই  এবার রেলকে চিঠি দিল পরিবহণ দপ্তর। ছাত্রছাত্রীদের সুবিধের কথা ভেবে ওই দিন স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা বলা হলো চিঠিতে। পাশাপাশি পরীক্ষার দিন সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত স্টাফ স্পেশালে যাতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের লোকাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া যায়, তার জন্যেই পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে আগাম চিঠি দিল পরিবহণ দফতর।
উল্লেখ্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের তরফের জারি করা গাইডলাইন অনুযায়ী  মেট্রো পরিষেবা বন্ধ থাকবে শনিবার। সে ক্ষেত্রে লোকাল ট্রেনেও উঠতে না দেওয়া হলে ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা সমস্যায় পড়তে পারেন, পরিবহণ দফতর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে চিঠি দিয়েছে।
প্রসঙ্গত এদিনই ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নিয়ে জেলাশাসকদেরও সতর্ক করেছে রাজ্য। জেলায় জেলায় গণ পরিবহণ ব্যবস্থা সচল রাখতে হবে আগামী ১৭তারিখ, যাতে কোনো ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে অসুবিধা না হয় তা সুনিশ্চিত করার অর্ডার দেওয়া হয়েছে। এছাড়াও স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলির সামনে আইনশৃঙ্খলা ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুতের ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে। করোনা বিধি যাতে মানা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নজর রাখতে হবে। জেলাশাসকের এই ব্যাপারে বিশেষ তৎপরতা নিতে বলছে রাজ্য। আপাতত কোভিডের গ্রাফ নিম্নগামী, সে কথা মাথায় রেখেই জয়েন্ট পরীক্ষা হচ্ছে রাজ্যে, আপাতত নির্বিঘ্নে এই পরীক্ষা মেটাতে পারলে আগামী দিনে ধাপে ধাপে শিক্ষার অঙ্গনে স্বাভাবিকতা ফেরানো যাবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
advertisement
ইনপুট-সোমরাজ বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
WBJEE 2021: জয়েন্টের দিন পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে রাজ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement