WB Syllabus Committee: থাকছেন না অভীক মজুমদার, সিলেবাস কমিটিতে বড় বদল? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তৈরি করা হয় সিলেবাস কমিটি। দীর্ঘ ১২ বছরের ও বেশি সময়সীমা ধরে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন অভীক মজুমদার।
কলকাতা: সিলেবাস কমিটিতে বড় বদল আনছে রাজ্য ? অন্তত তেমনটাই সম্ভাবনা বলে শুক্রবার জোরাল ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।সিলেবাস কমিটির চেয়ারম্যান হিসাবে অভীক মজুমদার ইতিমধ্যেই থাকবেন না বলে জানিয়েছেন স্কুল শিক্ষা দফতরকে। বদলে তাঁকে সিলেবাস কমিটির উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হচ্ছে। শুক্রবারই তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সূত্রের খবর, এবার চেয়ারম্যান পদে কোনও বিশিষ্ট লেখককে আনা হতে পারে। প্রসঙ্গত ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তৈরি করেন সিলেবাস কমিটি।সেই কমিটির চেয়ারম্যান করা হয় শিক্ষাবিদ সুনন্দ সান্যালকে। কিন্তু তার কয়েকমাস বাদেই রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য জড়িয়ে পড়েন সুনন্দ সান্যাল। তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ার পর অভীক মজুমদার কে সিলেবাস কমিটির চেয়ারম্যান করা হয়।
advertisement
মূলত ২০১১ সালের পর থেকে নতুন করে বিভিন্ন বই তৈরি করা, সিলেবাসের খোলনলচে বদল,পরীক্ষা ব্যবস্থার একাধিক বদলের কাজ হয়েছে। শুধু তাই নয়, একাধিক নতুন পাঠক্রম আনারও কাজ হয়েছে গত কয়েকবছর ধরে। কিন্তু এবার সিলেবাস কমিটির চেয়ারম্যান পদে অভীক মজুমদারের থাকতে না চাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন " কথাটা অর্ধসত্য। উনি অনুরোধ করেছিলেন, দুটো কাজই করতে চায়। বিশ্ববিদ্যালয়ে পড়াতেও চান আবার সিলেবাস কমিটির দেখভালও করতে চান। তাই ওঁকে উপদেষ্টা করা হয়। যাতে তিনি পড়াতে পাড়েন, সেই ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে কে ওই পদে আসবেন, সেটা ওঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।"
advertisement
advertisement
তবে শুধু চেয়ারম্যান পদে নতুন করে নিয়োগ নয়, সদস্যদের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হচ্ছে বলে সূত্রের খবর। পাশপাশি, সিলেবাস কমিটিকে আরও নতুন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 1:28 PM IST