#কলকাতা: রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ল (WB Restriction extended) আরও ১৫ দিন। এই পর্বেও লোকাল ট্রেন বন্ধ থাকছে। তবে আশার কথা সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবা বন্ধ থাকবে শনি রবিবার। এই পর্বের মেয়াদ থাকছে ৩০ জুলাই পর্যন্ত।
নবান্নের তরফে জারি হওয়া বিবৃতি অনুসারে, এই পর্বে আন্তঃরাজ্য ট্রেনও বন্ধ থাকবে। চলবে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রেন এবং স্টাফ স্পেশাল।যদিও আগের পর্বকে অনুসরণ করেই ট্রাম-বাস, ট্যাক্সি অটো পথে নামছে এবারও। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে এই পরিষেবাগুলি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। অন্য পর্বগুলির মতোই এই পর্বে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি-সহ অন্যান্য শিক্ষা সংস্থা গুলি বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত সিনেমা হল, স্পা, সুইমিংপুল। যদিও জাতীয় আন্তর্জাতিক ক্রীড়াসূচি কথা মাথায় রেখে সকাল ছ'টা থেকে দশটা অবধি জাতীয় রাজ্য ও স্তরের প্র্যাকটিসের জন্য কিছু বিশেষ সুইমিংপুল খোলা হবে। এই পর্বেও সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা চলবে না। শেষকৃত্যের অনুষ্ঠানে সর্বাধিক ২০ জন জড়ো হতে পারবেন। নবান্নের কড়া নির্দেশ কোনও রাজনৈতিক, বিনোদনমূলক বা সামাজিক সভা করা যাবে না এই পর্বে।
এর পাশাপাশি বাজার দোকান নিয়ে বিধি-নিষেধ শিথিল করছে রাজ্য। স্বাভাবিক পরিস্থিততে যে সময়ে বাজার দোকান খোলা থাকে, সেই সময় জুড়েই বাজার দোকান খোলা থাকবে এই পর্বে। শপিং মলগুলোও যে সময় খোলা থাকছিল সেই সময়ই অপরিবর্তিত থাকবে। কিন্তু ৫০ শতাংশ লো ঢুকবে ভিতরে। এই পর্বে রাত ৯ টা থেকে ভোর ৫ টা নাইট কারফিউ চলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kolkata, Lockdown