হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ, ৯৬.৩৮‍% নম্বর পেয়ে প্রথম মুর্শিদাবাদের সাইনুল

Last Updated:
#কলকাতা: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ হাই মাধ্যমিক মাদ্রাসা পর্ষদের ফলাফল ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাই মাদ্রাসা পর্ষদের পক্ষ থেকে ২০১৯ হাই মাদ্রাসার ফলাফল ঘোষণা করা হয়েছে ৷ মাদ্রাসার সঙ্গে সঙ্গেই প্রকাশিত হল আলিম, ফজিল পরীক্ষার ফলাফল ৷ আগেরবারের তুলনায় এবারে পাশের হার বাড়ল হাই মাদ্রাসায় ৷ পাশের হার বেড়েছে আলিম ও ফাজিল পরীক্ষাতেও ৷ আজই বিদ্যালয় থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে ৷
হাই মাদ্রাসায় এবারে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সাইনুল হক ৷ ৯৬.৩৮‍% নম্বর পেয়েছে সাইনুল ৷ যুগ্মভাবে দ্বিতীয় আবু দাউদ বাখিরা ও মহম্মদ হাসমাত আলি শাহ ৷ দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৯৪.৬৩% ৷ তৃতীয় স্থানেও রয়েছেন দু’জন ৷ ৯৪.৫০% নম্বর পেয়ে তৃতীয় তাবাসুম সিদ্দিকি, রৌনক জাহান ৷ তাবাসুম মুর্শিদাবাদের ও রৌনক মালদহের বাসিন্দা ৷ চতুর্থ মুর্শিদাবাদের বাসিন্দা তৌফিক রেজওয়ান ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৯৪.৩৮% ৷ ৯৪.২৫% পেয়ে যৌথ ভাবে পঞ্চম হয়েছে তিনজন ৷ যৌথ ভাবে পঞ্চম মহম্মদ মেহেদিহাসান সিরাজ, মহম্মদ কাইফ আলি, আলিউল ইসলাম ৷
advertisement
পড়ুয়ারা ফল জানতে পারবেন অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ৷
advertisement
যে সব সাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হলঃ-
১)http:// wbbme.org
২)http:// www.wbresults.nic.in
৩)http:// www.exametc.com
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পর চেকবক্সে রোল নম্বর লিখলেই জানা যাবে পরীক্ষার ফলাফল ৷
এছাড়াও মোবাইলে এসএমএস করেও পরীক্ষার ফলাফল জানা যাবে। WBBME লিখে

view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ, ৯৬.৩৮‍% নম্বর পেয়ে প্রথম মুর্শিদাবাদের সাইনুল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement