WB Governor: 'অ্যাক্টিভিটি রিপোর্ট'-এর উপর-ই নির্ভর করল উপাচার্যদের ভবিষ্যৎ?

Last Updated:

অ্যাক্টিভিটি রিপোর্ট না পাঠানো উপাচার্যদের প্রতি কড়া  রাজ্যপাল

কলকাতা: সম্প্রতি অ্যাক্টিভিটি রিপোর্ট না পাঠানোর জন্য উপাচার্যদের শোকজ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। অ্যাক্টিভিটি রিপোর্ট পাঠানোর পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়কে কাজকর্মের সঙ্গে যুক্ত সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট পাঠায়নি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এবার সেই অ্যাক্টিভিটি রিপোর্টের উপর নির্ভর করল উপাচার্যদের ভবিষ্যৎ! রাজভবন সূত্রে খবর, অ্যাক্টিভিটি রিপোর্ট না পাঠানো উপাচার্যদের প্রতি কড়া  রাজ্যপাল। এদিন ১১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তালিকায় রয়েছে কল্যাণী, বর্ধমান, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা- যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়।
রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে যে-সব উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছিল,  তাঁদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যপালকে। কিন্তু রাজ্যপাল তাঁদেরই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যাঁরা আচার্যকে অ্যাক্টিভিটি  রিপোর্ট পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় সম্পর্কে পর্যালোচনার জন্য। রাজভবন সূত্রে জানা গিয়েছে,যে সমস্ত অধ্যাপকরা প্রশাসনিক এবং শিক্ষাগত যোগ্যতায় দক্ষ, তাঁদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ করা হয়েছে।
পাশাপাশি বর্তমানে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হলেও ইউজিসি আইন মেনে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হলে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলেও রাজভবন সূত্রে খবর। যদিও এই নিয়োগকে বেআইনি বলে জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে-সব উপাচার্যরা বৃহস্পতিবার নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করার অনুরোধও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজভবন সূত্রে খবর, মোট ২৭ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ বাড়ানোর পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন অস্থায়ী উপাচার্য নিয়োগের সুপারিশ এসেছিল শিক্ষামন্ত্রীর তরফে রাজভবনের কাছে। কিন্তু রাজভবনের নির্দেশ না মানায় এক্ষেত্রে কড়া মনোভাব নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Governor: 'অ্যাক্টিভিটি রিপোর্ট'-এর উপর-ই নির্ভর করল উপাচার্যদের ভবিষ্যৎ?
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement