কোথাও প্রার্থীকে গো-ব্য়াক, কোথাও উত্তেজনা || উপনির্বাচন ভোটদানের নিরিখে এগিয়ে শান্তিপুর

Last Updated:

ইতিমধ্যেই ভোট দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী প্রার্থী উদয়ন ঘোষ। পার্টি অফিসে বসে ভোট প্রক্রিয়া মনিটরিং করছেন খড়দহ প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

ভোট দিয়ে বেরিয়ে উল্লসিত দিনহাটার প্রার্থী উদয়ন ঘোষ।
ভোট দিয়ে বেরিয়ে উল্লসিত দিনহাটার প্রার্থী উদয়ন ঘোষ।
#কলকাতা: সকাল নটা পর্যন্ত চার কেন্দ্রে ভোটদানের হার সামনে এল। দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ। শান্তিপুরে ১৫.৪০ শতাংশ। খড়দহে ১১.৪০ শতাংশ, গোসাবায় ১০.৩৭ শতাংশ। উপনির্বাচনে একটু শ্লথ গতিতেই ভোট পড়ে, বেলা গড়াতে ধাপে ধাপে ভোটের শতকরা হিসেব-এই তত্ত্বেই আস্থা রাখছে শাসকদল। এখনও পর্যন্ত ভোট হয়েছে মোটামুটি নির্বিঘ্নেই। তবে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে কমিশনে।
নির্বাচন কমিশনের আপডেট  অনুযায়ী গোসাবায় বুথে তৃণমূল প্রার্থীর গলায় দলীয় উত্তরীয় ছিল। এই নিয়ে অভিযোগ যায় কমিশনে।  এছাড়া ১২৭ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ করে বিজেপি। দিনহাটার সাহেবগঞ্জে বোমাবাজির অভিযোগ ওঠে।  দিনহাটায় বিজেপি প্রার্থীর পরিবারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল।
advertisement
advertisement
এদিকে খড়দহে কল্যাণনগরে ভোটারদের দ্বিতীয় ডোজ দেখতে চাওয়া নিয়ে ঝামেলা বাধে। অভিযোগ গাড়িতে লোগো লাগিয়ে ঘুরছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। ১৯২ নং বুথের কাছে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল। সব অভিযোগের বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
যদিও কমিশন বলছে, এখনও পর্যন্ত ভোট ১০০ শতাংশ শান্তিপূর্ণ। মোট ১৪৩৯ বুথে শান্তিতে ভোট হচ্ছে। ৭৬০ টি বুথ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করছে কমিশন। ১৭৭ মাইক্রো অবজারভার আছে।
advertisement
কমিশন সূত্রে খবর।
ইতিমধ্যেই ভোট দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী প্রার্থী উদয়ন ঘোষ। পার্টি অফিসে বসে ভোট প্রক্রিয়া মনিটরিং করছেন  খড়দহ প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের হার কম হওয়ায় কিছুটা চিন্তায় তিনি। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, খড়দহের ৪৯ নম্বর বুথে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তৃণমূলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ খোদ শোভনদেব চট্টোপাধ্যায়কেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোথাও প্রার্থীকে গো-ব্য়াক, কোথাও উত্তেজনা || উপনির্বাচন ভোটদানের নিরিখে এগিয়ে শান্তিপুর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement