টালা ট্যাঙ্কে মেরামতি ! জেনে নিন, আজ কলকাতার কোন কোন অংশে জল সরবরাহ বন্ধ থাকবে

Last Updated:
#কলকাতা: টালা ট্যাঙ্ক ! সেই কোন যুগ থেকে কলকাতায় জল সরবরাহ করে আসছে! তাও নয় নয় করে একশো বছর তো হবেই! কালের স্বাভাবিক নিয়মেই তার শরীর জীর্ণ হয়েছে! এখানে ওখানে উঁকি মেরেছে ফুটোফাটা ! আট বছর আগে একবার পাইপলাইনে ছিদ্র সারানোর কাজ হয়েছিল। তবে, সেই বড়মাপের সুশ্রুষা! তার আগে এমনিই ছিদ্র সারানোর রুটিন কাজ যেমনটা হয়, হয়েছিল। তার পরে ফের, আজ, শনিবার ছিদ্র সারানোর কাজ হবে টালা ট্যাঙ্কের পাইপলাইনে। সেই কারণেই, সকালের পর থেকে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ থাকবে।
পুরসভা সূত্রের খবর, টালা ট্যাঙ্ক থেকে যে পাইপলাইনগুলি শহরে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে সবথেকে বড় ৭২ ইঞ্চির পাইপলাইনে অনেক দিন আগেই একটি ছিদ্র হয়েছিল। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, চিৎপুর রেলওয়ে ইয়ার্ডের ভিতরে ওই পাইপলাইনের থেকে জল বেরিয়ে প্রায় ছোটখাটো একটা পুকুর হয়ে গিয়েছে। বিষয়টি ধরা পড়ার পরেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নির্দেশে প্রস্তুতি নেয় পুরসভা। সেই মতোই এদিন সকাল থেকেই পাইপ মেরামতির কাজে নেবে পড়বেন পুর ইঞ্জিনিয়ারেরা।
advertisement
এখন টালা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, পার্ক সার্কাস, বাগমারি, চালপট্টি, অকল্যান্ড স্কোয়ার, কসবা-সহ একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ হয়। তার ফলে ওই স্টেশনগুলির অধীনস্থ সব এলাকায় এদিন জল বন্ধ থাকবে। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও এদিন জল পাবেন না। তবে আগামিকাল, রবিবার সকাল থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হবে বলে পুরসভা সূত্রের খবর।
advertisement
advertisement
পুরসভার তথ্য বলছে, টালা থেকে প্রতিদিন ১৯ কোটি গ্যালন জল শহরে সরবরাহ হয়। ধাপা, গার্ডেনরিচ-সহ অন্য জলপ্রকল্পগুলি থেকে জল সরবরাহ হলেও, শহরের জলের চাহিদার প্রায় ৬০ শতাংশই  পূরণ করে টালা। জল সরবরাহ দফতরের নথি বলছে, ব্রিটিশ আমলে টালা থেকে সরাসরি ভবানীপুর, কসবা পর্যন্ত জল সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টালা ট্যাঙ্কে মেরামতি ! জেনে নিন, আজ কলকাতার কোন কোন অংশে জল সরবরাহ বন্ধ থাকবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement