‘রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব জেলা প্রশাসনের’, মন্তব্য বিশেষ পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবের

Last Updated:

এমন আবহে রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিলের হুঙ্কারে চড়ছে রাজনীতির পারদ

#কলকাতা: প্রথম পর্যায় শেষে চলছে লোকসভা ভোটের দ্বিতীয় দফার প্রস্তুতি ৷ এমন আবহে রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিলের হুঙ্কারে চড়ছে রাজনীতির পারদ ৷ ব্যবস্থা নিতে কমিশনের দ্বারস্থ বিরোধীরা ৷ রামনবমীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনগুলিকে সতর্ক করেছে কমিশন ৷ অন্যদিকে বিশেষ পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, অস্ত্র মিছিলের বিষয়টি দেখার দায়িত্ব জেলা প্রশাসনের ৷ যা ব্যবস্থা করার রাজ্য প্রশাসনই করবে ৷
রামনবমীতে অস্ত্র হাতে বিজেপির মিছিলে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ লোকসভা ভোট চলাকালীন এধরনের মিছিল রুখতে কমিশনের কিছুই করার নেই বলেই মত বিবেক দুবের ৷ তার দাবি, এ ব্যাপারে রাজ্য সরকার যা করার করবে ৷ কমিশনের কাছে এখন গুরুত্বপূর্ণ কাজ যাতে দ্বিতীয় দফার ভোট সুষ্ঠভাবে সম্পন্ন হয় ৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবের মন্তব্য, ‘রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব জেলা প্রশাসনের ৷ এখন আমার কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট ৷’ অন্যদিকে বিজেপির সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে বিবেক দুবে বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন’ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব জেলা প্রশাসনের’, মন্তব্য বিশেষ পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement