Viswa Bharati: অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী, পুলিশ মোতায়েনের আর্জি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিন ধরেই ঘেরাও, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্বভারতীতে (Viswa Bharati)৷
#কলকাতা: অচলাবস্থা কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে লকাতা হাইকোর্টের কাছে মামলা দায়ের করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে৷ দ্রুত শুনানি চেয়ে আগামিকালই আদালতের কাছে আবেদন করা হবে৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে আবেদনের শুনানি হওয়ার কথা৷
গত কয়েকদিন ধরেই ঘেরাও, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্বভারতীতে৷ সেই অচলাবস্থা কাটাতে প্রয়োজনে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি জানিয়েই বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদন করা হয়েছে৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যাতে রাজ্য সরকার যথাযথ আইনি পদক্ষেপ করে, সেই আর্জিও জানানো হয়েছে৷ পাশাপাশি, উপাচার্যের আবাসনেও প্রয়োজনীয় নিরাপত্তার আর্জি জানানো হয়েছে৷
advertisement
গত ৯ জানুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক অধ্যাপকের চেম্বারের দরজা ভাঙচুরের অভিযোগ ওঠে তিন ছাত্রের বিরুদ্ধে৷ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটি ঘটনার তদন্ত করে৷ গত ২৮ অগাস্ট তিন ছাত্রকে তিন বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে এক্সিকিউটিভ কমিটি৷ তিন ছাত্রের শাস্তি মকুব করার দাবিতে আন্দোলনে নামে ছাত্র এবং অধ্যাপকদের একাংশ৷ ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্যকে৷ যার জেরে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2021 9:57 PM IST