'' এ কি ভূত ?'' র‍্যাম্প শোয়ে চড়া মেক-আপ-এর রাণুকে নিয়ে হাসি-ঠাট্টা নেট দুনিয়ায়

Last Updated:

গানের তালে র‍্যাম্প ওয়াকও করেন রাণু

#কলকাতা: রানাঘাটের ভবঘুরে রাণু মণ্ডল আজ সেলেব্রিটি! নেট দুনিয়ায় 'ভাইরাল' হওয়ার পরই রাতারাতি বদলিয়ে যায় রাণুর জীবন! ঝুলিতে একের পর এক প্রাপ্তি... মুম্বইয়ে হিন্দি ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে গান রেকর্ড করা থেকে শুরু করে হাজার হাজার শো... মায় রাণুকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিকও! একককথায় লাইমলাইটের কেন্দ্রে এখন শুধুই রাণু আর রাণু!
সময়ের সঙ্গে সঙ্গে বাংলার এই '‌লতাকণ্ঠী'‌ নিজের মেকওভার করে আমূল বদলিয়ে গিয়েছেন! এখন তিনি স্টাইলিশ, অনেক ঝাঁ চকচকে ৷ সম্প্রতি তাঁর দেখা মেলে নয়া লুক-এ। গোলাপী ঘাঘড়া চোলি, ভারী কুন্দনের গয়নায় ৷ মুখে পুরু মেকআপ, স্টাইল করে চুল বাঁধা, তাতে আবার গোলাপ ফুল...রাণুর এই লুক-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
কিন্তু রাণুর এই মেকওভার নিয়ে ঠাট্টা-তামাশাও কম হচ্ছে না! নেটিজেনদের মধ্যে উঠেছে হাসির রোল। কেউ লিখেছেন, '‌ভূত নাকি রে বাবা!‌'‌! কেউ আবার রাণুর ছবির পাশে হলিউডি ভূতের ছবি 'নান'-এর মুখ বসিয়ে কোলাজ করে লিখেছেন, ' নান ২' আসছে।
advertisement
রাণু মণ্ডল তাঁর নয়া লুক-এ র‍্যাম্প ওয়াক-ও করেন। জানা গিয়েছে, সন্ধ্যা মেকওভার বলে একটি পার্লারের নতুন শাখার উদ্বোধনে কানপুরে হাজির হয়েছিলেন রাণু মণ্ডল। যেখানে গানের তালে রাণুকে পার্লারের মালকিন কর্তীর হাত ধরে হাঁটতেও দেখা যায় ৷ রাণুর অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে রাণুর সেই 'র‌্যাম্প ওয়াক'-এর ভিডিও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'' এ কি ভূত ?'' র‍্যাম্প শোয়ে চড়া মেক-আপ-এর রাণুকে নিয়ে হাসি-ঠাট্টা নেট দুনিয়ায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement