• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • দুর্ঘটনাগ্রস্থ বিক্রমের গাড়ি পরীক্ষায় প্রকাশ্যে অবাক করা তথ্য

দুর্ঘটনাগ্রস্থ বিক্রমের গাড়ি পরীক্ষায় প্রকাশ্যে অবাক করা তথ্য

 অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন ৷

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন ৷

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন ৷

 • Share this:

  #কলকাতা: ক্রমশই গাঢ় হচ্ছে রহস্যের বেড়াজাল ৷ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্থ গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন ৷ পুলিশি তদন্তে উঠে এল নয়া তথ্য।

  মডেল - টয়োটা করোলা,নম্বর - WB 12C 9755 ৷ এই গাড়িটিকে কেন্দ্র করেই যত কাণ্ড ৷ বিক্রমের বাড়ি ও স্থায়ী ঠিকানা কসবা। কিন্তু বিক্রমের গাড়ির রেজিস্ট্রেশন অন্য ঠিকানায়। ২০১৪ সালে হাওড়ায় গাড়িটির প্রথম রেজিস্ট্রেশন করানো হয় । সেখানে ঠিকানা বনগাঁ স্টেশন রোড দেখানো হয়। অন্য ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন। অথচ হাওড়া থেকে 'নো অবজেকশন' নেওয়া হয়নি।

  বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য গাড়ির ফরেনসিক পরীক্ষা করানো হয় ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে তিনজন বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন ৷ তাদের তরফে রিপোর্চে দাবি করা হয়েছে দুর্ঘটনার সময় বিক্রমের গাড়ির গতিবেগ ১০০ কিমি-এর বেশি ছিল ৷

  গত ২৯ এপ্রিল ভোররাতে লেকমলের সামনে দুর্ঘটনায় পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সহআরোহী মডেল-অ্যাঙ্কর সোনিকা সিং চৌহানের ৷ আহত হন বিক্রমও ৷

  First published: