পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কী দুর্ঘটনা ?

Last Updated:

দুর্ঘটনার রাতে কোথায় কোথায় গিয়েছিলেন বিক্রম-সোনিকা? জেরার মুখে এব্যাপারে বিক্রমের দেওয়া তথ্য অনেকটাই সত্যি বলে মনে করছে পুলিশ।

#কলকাতা: দুর্ঘটনার রাতে কোথায় কোথায় গিয়েছিলেন বিক্রম-সোনিকা? জেরার মুখে এব্যাপারে বিক্রমের দেওয়া তথ্য অনেকটাই সত্যি বলে মনে করছে পুলিশ। বিক্রমের বয়ানের সঙ্গে তার ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত। জেরার মুখে সেদিন রাতে মদ খাওয়ার কথাও মেনে নিয়েছেন বিক্রম। সম্পর্কের টানাপোড়েনের জেরেই দুর্ঘটনা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবারের পর বুধবারও টালিগঞ্জ থানায় দীর্ঘক্ষণ জেরা করা হয় বিক্রম চট্টোপাধ্যায়। জেরায় উঠে এল বেশ কিছু নতুন তথ্য। ঘটনার দিন ক্যামাক স্টিটের একটি বারে মদ খাওয়ার কথাও স্বীকার করলেন বিক্রম। ২৯ এপ্রিল রাতে কোথায় কোথায় গিয়েছিলেন বিক্রম-সোনিকা। জেরায় অনেকটাই স্পষ্ট পুলিশের কাছে
সাড়ে ৯.৩০
advertisement
পার্কস্ট্রিটের পাবের রুফটপে পার্টিতে যান সোনিকা
advertisement
বিক্রম তখন ছিলেন শেক্সপিয়ার সরণীর নাইটক্লাবে
এখানেই রাম খাওয়ায় কথা স্বীকার বিক্রমের
সাড়ে ১০.৩০
শেক্সপিয়ার সরণীর নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে আসেন সোনিকা
সাড়ে ১২.৩০
এজিসি বোস রোডে পাঁচতারা হোটেলের নাইটক্লাবে ঢোকেন বিক্রম-সোনিকা
রাত ২.১৫
হোটেল থেকে বেরিয়ে সোনিকাকে সঙ্গে নিয়েই সুইনহো স্ট্রিটের বাড়িতে আসেন বিক্রম
advertisement
বাড়ির নিচে গাড়িতেই প্রায় আধ ঘণ্টা কথা হয় দুজনের
রাত ২.৫০
সোনিকাকে হেস্টিংসের বাড়ি ছাড়তে  বেরোন বিক্রম
টাওয়ার লোকেশন খতিয়ে দেখে বিক্রমের দাবির সত্যতা পেয়েছে পুলিশ। ঘটনার রাতে মদ খেলেও বেসামাল হননি বলেও দাবি করেছেন অভিনেতা। এর সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ। সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সেই মোবাইল ঘেঁটে দুজনের মধ্যে মেসেজ বিনিময়ের তথ্য পান তদন্তকারীরা। তা দেখেই বিক্রমকে প্রশ্ন করা হয়
advertisement
পুলিশ-  সনিকার সঙ্গে কতদিনের আলাপ?
বিক্রম - আমাদের ৪ মাসের সম্পর্ক
সোনিকার পাঠানোও মেসেজও এদিন পুলিশকেও দেখান বিক্রম। এখানেই বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
সুইনহো স্ট্রিটের বাড়ির নিচে গাড়িতে কি নিয়ে কথা হয় বিক্রম-সোনিকার?
তাদের সম্পর্কে কি কোনও টানাপোড়েন চলছিল? সেব্যাপারে আলোচনা করতেই কি সুইনহো স্ট্রিটের বাড়িতে যান বিক্রম-সোনিকা?
advertisement
বিক্রম-সোনিকার সম্পর্ক নিয়ে তাদের বন্ধুদেরও জেরা করবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কী দুর্ঘটনা ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement