ভিতরে পুলিশি জেরার মুখে বিক্রম, থানায় তখন অভিনেতার বাবা কী করছিলেন জানেন?

Last Updated:

ভিতরে পুলিশি জেরার মুখে বিক্রম, থানায় তখন অভিনেতার বাবা কী করছিলেন জানেন?

#কলকাতা: ছেলে ভিতরে ম্যারাথন পুলিশি জেরার মুখোমুখি ৷ মদ্যপান করে গাড়ি চালানোর সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মতো গুরুতর অভিযোগ ছেলে বিক্রম চট্টোপাধ্যায়ের মাথায় ৷ এরকম রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মঙ্গলবার রাতে খোশমেজাজে পুলিশকর্মীদের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গেল অভিনেতার বাবা বিজয় চট্টোপাধ্যায়কে ৷ ক্যারাম টেবিলে হাজির ছিলেন বিক্রম কেসের সঙ্গে যুক্ত আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তি- বিক্রমের আইনজীবী ৷
সোনিকা রহস্য মৃত্যুর তদন্ত সিট গঠন করেছিল টালিগঞ্জ থানা। দুর্ঘটনার রাতে কী হয়েছিল? পার্টিতে বিক্রম মদ্যপান করেন কি? বিক্রম ও সোনিকার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ডাকা হয় বিক্রমকেও। টালিগঞ্জ থানায় চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ৷ আইনজীবীকে নিয়ে থানায় যান বিক্রম ৷ ঘটনার দিন দুটি পার্টিতে উপস্থিত ছিলেন বিক্রম ৷ দুটি পার্টিতে থাকা ২০-২৫ জনের তালিকা তৈরি করছে পুলিশ ৷ সে রাতে এবং পার্টিতে কী হয়েছিল জানতেই দুঁদে তদন্তকারীদের প্রশ্নের মুখে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷
advertisement
একের পর এক প্রশ্ন মিসাইলের মতো ছুটে আসছে বিক্রমের দিকে ৷ এমন পরিস্থিতিতে টালিগঞ্জ থানায় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল বিক্রমের বাবার ছবি ৷ আইনজীবী ও বাবা বিজয় চট্টোপাধ্যায়ের সঙ্গেই থানায় পৌঁছেছিলেন অভিনেতা ৷ বিক্রমের জেরা চলাকালীন থানার দোতলার ঘরে পুলিশকর্মীদের সঙ্গে ক্যারাম টেবিলে ঘুঁটির লড়াইয়ে তখন ব্যস্ত বিক্রমের বাবা ও আইনজীবী ৷ এরকম টেনশনের মুহূর্তে অভিযুক্তের বাবার এত খোশমেজাজ জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের ৷
advertisement
advertisement
যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা লক্ষ করার কিছুক্ষণ পর নিভিয়ে দেওয়া হয় ঘরের লাইট ৷ পরিচিতদের বক্তব্য, টেনশন থেকে হাল্কা হতেই হয়তো পুলিশকর্মীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন বিজয় চট্টোপাধ্যায় ৷ কিন্তু এই ভিডিও দেখার পর অনেকেরই প্রশ্ন, পুলিশ কর্মীরা কি বিক্রমের পরিবারের পরিচিত? নাকি সেরকম টেনশন নেই বুঝেই এতটা খোশ মেজাজে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বাবা ও আইনজীবী? উঠছে প্রশ্ন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিতরে পুলিশি জেরার মুখে বিক্রম, থানায় তখন অভিনেতার বাবা কী করছিলেন জানেন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement