ভিতরে পুলিশি জেরার মুখে বিক্রম, থানায় তখন অভিনেতার বাবা কী করছিলেন জানেন?

Last Updated:

ভিতরে পুলিশি জেরার মুখে বিক্রম, থানায় তখন অভিনেতার বাবা কী করছিলেন জানেন?

#কলকাতা: ছেলে ভিতরে ম্যারাথন পুলিশি জেরার মুখোমুখি ৷ মদ্যপান করে গাড়ি চালানোর সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মতো গুরুতর অভিযোগ ছেলে বিক্রম চট্টোপাধ্যায়ের মাথায় ৷ এরকম রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মঙ্গলবার রাতে খোশমেজাজে পুলিশকর্মীদের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গেল অভিনেতার বাবা বিজয় চট্টোপাধ্যায়কে ৷ ক্যারাম টেবিলে হাজির ছিলেন বিক্রম কেসের সঙ্গে যুক্ত আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তি- বিক্রমের আইনজীবী ৷
সোনিকা রহস্য মৃত্যুর তদন্ত সিট গঠন করেছিল টালিগঞ্জ থানা। দুর্ঘটনার রাতে কী হয়েছিল? পার্টিতে বিক্রম মদ্যপান করেন কি? বিক্রম ও সোনিকার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ডাকা হয় বিক্রমকেও। টালিগঞ্জ থানায় চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ৷ আইনজীবীকে নিয়ে থানায় যান বিক্রম ৷ ঘটনার দিন দুটি পার্টিতে উপস্থিত ছিলেন বিক্রম ৷ দুটি পার্টিতে থাকা ২০-২৫ জনের তালিকা তৈরি করছে পুলিশ ৷ সে রাতে এবং পার্টিতে কী হয়েছিল জানতেই দুঁদে তদন্তকারীদের প্রশ্নের মুখে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷
advertisement
একের পর এক প্রশ্ন মিসাইলের মতো ছুটে আসছে বিক্রমের দিকে ৷ এমন পরিস্থিতিতে টালিগঞ্জ থানায় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল বিক্রমের বাবার ছবি ৷ আইনজীবী ও বাবা বিজয় চট্টোপাধ্যায়ের সঙ্গেই থানায় পৌঁছেছিলেন অভিনেতা ৷ বিক্রমের জেরা চলাকালীন থানার দোতলার ঘরে পুলিশকর্মীদের সঙ্গে ক্যারাম টেবিলে ঘুঁটির লড়াইয়ে তখন ব্যস্ত বিক্রমের বাবা ও আইনজীবী ৷ এরকম টেনশনের মুহূর্তে অভিযুক্তের বাবার এত খোশমেজাজ জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের ৷
advertisement
advertisement
যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা লক্ষ করার কিছুক্ষণ পর নিভিয়ে দেওয়া হয় ঘরের লাইট ৷ পরিচিতদের বক্তব্য, টেনশন থেকে হাল্কা হতেই হয়তো পুলিশকর্মীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন বিজয় চট্টোপাধ্যায় ৷ কিন্তু এই ভিডিও দেখার পর অনেকেরই প্রশ্ন, পুলিশ কর্মীরা কি বিক্রমের পরিবারের পরিচিত? নাকি সেরকম টেনশন নেই বুঝেই এতটা খোশ মেজাজে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বাবা ও আইনজীবী? উঠছে প্রশ্ন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিতরে পুলিশি জেরার মুখে বিক্রম, থানায় তখন অভিনেতার বাবা কী করছিলেন জানেন?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement