#কলকাতা: মঙ্গলবার রাতে কলেজ স্ট্রিটে তাণ্ডবের ঘটনায় বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করল ছাত্র-ছাত্রীরা৷ বিজেপি সভাপতির বিরুদ্ধে সম্পত্তি নষ্ট, মারধর, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগ জানানো হয়েছে এফআইআর-এ৷
বুধবার সকালে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন ছাত্র-ছাত্রীরা৷ এ দিন সকাল থেকেই থমথমে বিদ্যাসাগর কলেজ চত্বর। রাতের তাণ্ডবের চিত্রটা স্পষ্ট৷ এখনও ছড়িয়ে ছিটিয়ে চেয়ার, টেবিল। এখানে-ওখানে পড়ে ভাঙা কাচ। কলেজ চত্বরে আমহার্স্ট ও বটতলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে কলেজ স্ট্রিট চত্বরে। বিদ্যাসাগর কলেজে ঢুকে তাণ্ডব চালানো হয়। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি। ভাঙচুর করা হয় কলেজ।
প্রথমে বেপরোয়া ইটবৃষ্টি। তারপর কলেজের গেট ভেঙে ঢুকে বেপরোয়া ভাঙচুর। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি দেখে তদন্ত করছে পুলিশ৷ ২ জনকে চিহ্নিত করা গিয়েছে প্রাথমিক ভাবে৷
আরও ভিডিও: মূর্তি ভাঙার ঠিক আগের মুহূর্তে অমিত শাহের র্যালি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।