বিদ্যাসাগর কলেজে SFI এর তাণ্ডবের অভিযোগ... গেট টপকে ঢোকার চেষ্টা! 'অভিপ্রেত নয়' বলছেন অধ্যক্ষ
- Published by:Rachana Majumder
- Reported by:Sudipta Sen
Last Updated:
কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ১৪ তারিখ থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। শেষ মিনিটের পঠনপাঠনের মাঝে এমন ঘটনা কলেজের সুষ্ঠ পরিবেশে ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ অধ্যক্ষের।
কলকাতা: বিদ্যাসাগর কলেজে এস এফ আই ( SFI ) – এর ছাত্র সংগঠনের ‘তাণ্ডবের’ অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। অভিযোগ, বিকেল প্রায় ৪ টে ১৫ নাগাদ একদল SFI কর্মী সমর্থক আসে। তারা একাধিক স্লোগান তুলতে থাকে। কলেজের গেট সেই সময় বন্ধ ছিল ভিতর থেকে। তারা কলেজের গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ।
সূত্রের খবর, বুধবার হঠাৎ করে এসএফআই-এর কিছু কর্মী সমর্থক বিদ্যাসাগর কলেজ অভিযান করে৷ কলেজের গেটে উঠে তাণ্ডব করে। গেটের সামনে থাকা ‘অ্যান্টি র্যাগিং’ পোস্টার ছিঁড়ে দেয়। আরও একটি ছাত্র সংগঠনের আগে থেকে লাগান পতাকা ছিঁড়ে ফেলে। কলেজের মধ্যে আগে থেকেই একটি ছাত্র সংগঠনের দলীয় পতাকা লাগান ছিল। প্রসঙ্গত কলেজের মধ্যে র্যাগিং কালচারের বিনাশ চেয়ে কলেজে কলেজে এসএফআই – এর বিক্ষোভ চলছে।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে অযোগ্য প্রমাণ করে দেবে!’ সুর নরমেও বড় বার্তা কল্যাণের! ‘ভাল’র কথা বলে কীসের ইঙ্গিত দিলেন? তুমুল জল্পনা তৃণমূলে
কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ১৪ তারিখ থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। শেষ মিনিটের পঠনপাঠনের মাঝে এমন ঘটনা কলেজের সুষ্ঠ পরিবেশে ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ অধ্যক্ষের। তিনি জানান, ‘এমন সময়ের এই ধরনের ঘটনা কাম্য নয়, আজ যারা এটা করেছে তারা কেউ কলেজের নয়, সবাই বহিরাগত। এটা অভিপ্রেত নয়’।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 10:39 PM IST