Market Price Hike: রসুন ৫০০ টাকা কেজি... ইলিশ ১৮০০... সবজি, মাছের বাজারদর দেখলে চমকে যাবেন...! হচ্ছে টা কী?

Last Updated:

সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।

চাষিদের কথায় কমবেশি প্রত্যেক সবজি চাষির ক্ষতি হয়েছে। যে পরিমাণ ফলন হওয়ার কথা, তার অধিকাংশ জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। স্বভাবতই দুর্গা পুজোর আগে ফাঁকা যাচ্ছে পাইকারি সবজি বাজার। বৃষ্টিপাতের জেরে বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। দীপঙ্কর দাস নামের এক আড়তদার জানিয়েছেন, "সবজি বেশি থাকলে অনেক সুবিধা হয়, পাইকাররা আসে।কিন্তু এবছর সবজির আমদানি নেই। বাইরের পাইকাররাও কম আসছে। "
চাষিদের কথায় কমবেশি প্রত্যেক সবজি চাষির ক্ষতি হয়েছে। যে পরিমাণ ফলন হওয়ার কথা, তার অধিকাংশ জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। স্বভাবতই দুর্গা পুজোর আগে ফাঁকা যাচ্ছে পাইকারি সবজি বাজার। বৃষ্টিপাতের জেরে বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। দীপঙ্কর দাস নামের এক আড়তদার জানিয়েছেন, "সবজি বেশি থাকলে অনেক সুবিধা হয়, পাইকাররা আসে।কিন্তু এবছর সবজির আমদানি নেই। বাইরের পাইকাররাও কম আসছে। "
পুজোর আগে অগ্নিমূল্য আনাজ বাজার। বন্যার কারণ দেখিয়ে নেওয়া হচ্ছে বেশি দাম, যার কারণেই খুচরো বাজারে অগ্নিমূল্য। পাইকারি বাজারে সে অর্থে সবজির দাম না বাড়লেও খুচরো বাজারে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে কিছু ব্যবসায়ী, এমনই অভিযোগ টাস্ক ফোর্সের।
বৃহস্পতিবার সকালে শিয়ালদহ কোলে মার্কেট এবং পাইকারি ফিস মার্কেট পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্যরা। ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলের দাবি বাজারে দাম ঠিকঠাকই রয়েছে। বন্যা কবলিত এলাকাগুলি থেকে কলকাতার মার্কেটে অন্তত কোনও সবজি সরাসরি আসে না। তবে কিছু কিছু খুচরা মার্কেটে ‘গলা কাটা’ দাম নেওয়া হচ্ছে বলে খবর রয়েছে তাঁদের কাছে। সেই সমস্ত মার্কেটে অত্যধিক দাম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন এমনটাই দাবি তাঁর।
advertisement
শিয়ালদহ কোলে মার্কেটে আজকে সবজির দাম-
জ্যোতি আলু- ৩২
advertisement
চন্দ্রমুখী আলু- ৩৮-৪০
পেঁয়াজ- ৬০-৬২
রসুন- ৫০০ টাকা
টম্য়োটো- ৬০
পটল- ৩০
বাঁধাকপি- ৪০
বেগুন- ৬০-৮০
ঢেঁড়স- ৬০
ঝিঙে- ৪০
উচ্ছে- ৩০
বরবটি- ৪০
ক্যাপসিকাম- ১০০ টাকা কেজি
বিনস- ৮০ টাকা
গাজর- ৪০ টাকা
শসা- ৫০
পেঁপে- ১৫-২০
advertisement
শিয়ালদহ হোলসেল ফিস মার্কেটে আজ মাছের দাম-
ইলিশ- সাড়ে ৩০০ গ্রাম ওজন ২৫০ টাকা
বাংলাদেশি এক কেজি ইলিশ- ১৬০০ থেকে ১৮০০
বোম্বে ইলিশ – ১২০০
রুই – ১৭০
ভেটকি ৬০০ -৭০০
সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Market Price Hike: রসুন ৫০০ টাকা কেজি... ইলিশ ১৮০০... সবজি, মাছের বাজারদর দেখলে চমকে যাবেন...! হচ্ছে টা কী?
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement