Vande Bharat Express: মাত্র ৬২৮ টাকায় চড়া যাবে বন্দে ভারত এক্সপ্রেসে, উদ্বোধনেরই আগে টিকিটের দাম জানাল রেল

Last Updated:

Vande Bharat Express: এই ট্রেনের ভাড়া শতাব্দীর চেয়ে একটু বেশি, বিমানের চেয়ে কম। ট্রেনের ইন্টিরিয়র যাত্রীদের তাক লাগিয়ে দেবে।

বন্দেভারত এক্সপ্রেস
বন্দেভারত এক্সপ্রেস
#কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার প্রধানমন্ত্রী মোদি হাওড়া স্টেশনে উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেসের। নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়ার আগে এখনও পর্যন্ত যা খবর, তিনটি স্টেশনে থামবে অত্যাধুনিক এই ট্রেন। এই স্টেশনগুলি হল বোলপুর, মালদহ ও বারসোই। দাবি করা হচ্ছে, এটাই হবে পূর্ব রেলের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। এই ট্রেনের ভাড়া শতাব্দীর চেয়ে একটু বেশি, বিমানের চেয়ে কম। ট্রেনের ইন্টিরিয়র যাত্রীদের তাক লাগিয়ে দেবে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। যেখানে আবার দুই ধরনের বসার আসন আছে। একটি হল সিসি এবং আরেকটি এক্সিকিউটিভ ক্লাস। এদিন রেলের তরফে বন্দে ভারত এক্সপ্রেসের দাম প্রকাশ করা হয়েছে। হাওড়া থেকে এনজেপি সিসি ভাড়া ১,৫৪৩ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ২৮০৩ টাকা। হাওড়া থেকে বোলপুর সিসি ভাড়া ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ১১৫০ টাকা।
advertisement
হাওড়া থেকে মালদা সিসি ভাড়া ৯২৯ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ১৭৫৩
advertisement
টাকা। পূর্ব রেল সূত্রের খবর, এই ট্রেনে আছে ১১২৮ আসন। ট্রেন ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম। যদিও অপারেশনাল বিভাগ জানিয়েছে তারা ১৩০ কিমি বেগে চালাতে পারবে।
এক্সিকিউটিভ ক্লাসে ঘূর্ণায়মান চেয়ার রয়েছে যা ১৮০ ডিগ্রি ঘুরতে পারে। আপনি ইচ্ছা মতো চেয়ার ঘুরিয়ে নিতে পারেন। আপনি যদি হাওড়া থেকে শিলিগুড়ি ভ্রমণ করেন, তবে আপনাকে ট্রেনে প্রাতরাশ এবং দুপুরের খাবার পরিবেশন করা হবে। আপনি যদি শিলিগুড়ি থেকে হাওড়া আসেন, তবে ট্রেনে আপনাকে চা-জলখাবার এবং রাতের খাবার পরিবেশন করা হবে।
advertisement
জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগে প্রায় ৯ ঘণ্টা। যাত্রাপথে কোনও সমস্যা থাকলে কিংবা কুয়াশার জন্য মাঝেমধ্যে আরও বেশি সময় লাগে। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে আরও কম। দাবি করা হচ্ছে, সাড়ে সাত ঘণ্টায় ট্রেন হাওড়া থেকে এনজেপি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vande Bharat Express: মাত্র ৬২৮ টাকায় চড়া যাবে বন্দে ভারত এক্সপ্রেসে, উদ্বোধনেরই আগে টিকিটের দাম জানাল রেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement