Uterus Cancer : নয়া পদ্ধতিতে জরায়ুর ক্যানসারে সফল অস্ত্রোপচার! নতুন দিশা দেখাচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতাল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Uterus Cancer : বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৬ জন মানুষের মধ্যে এক জনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
#কলকাতা: জরায়ুর টিউমার অত্যন্ত সাধারণ ঘটনা অনেকের ক্ষেত্রেই। তবে সময়মতো সেটা স্ক্রিনিং না হওয়া, সনাক্ত না হওয়ায় অনেক সময়েই তা ক্যানসারে রূপান্তরিত হতে পারে। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৬ জন মানুষের মধ্যে এক জনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৫-৬০ বছর বয়সি মহিলারদের এই জরায়ুর ক্যান্সারে (Uterus Cancer)আক্রান্ত হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কলকাতার মেডিকা হাসপাতাল সম্প্রতি কলকাতার মধ্যে প্রথম ডে-কেয়ার রোবোটিক জরায়ু অপসারণের সার্জারি করেছে বলে দাবি করেছে।
এই ধরনের অস্ত্রোপচারে রোগীকে সেই দিনই ছেড়ে দেওয়া যেতে পারে। 'হিস্টেরেক্টমি' নামক এই অস্ত্রোপচার মার্কিন ভিত্তিক ইনটুইটিভ দ্বারা তৈরি সবচেয়ে উন্নত রোবোটিক-অ্যাসিস্টেড সার্জারি সিস্টেমগুলির একটি। এটি দা ভিঞ্চি এক্সের সাহায্যে করা হয়েছিল। অস্ত্রোপচারের দিন সকাল ৭টায় রোগীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিন সন্ধ্যা ৮টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মেদিনীপুরের ৫০ বছর বয়সী মহিলার উপর এই অনন্য রোবোটিক-সহায়তা অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন সিনিয়র গাইনি-অনকোলজিস্ট অরুণাভ রায়। এই পদ্ধতিটি মেডিকা হাসপাতালে সদ্য উদ্বোধন করা অনকোলজি বিভাগে করা হয়েছিল।
advertisement
প্রথম ডে-কেয়ার রোবোটিক হিস্টেরেক্টমি সম্পর্কে জানাতে গিয়ে অ্যাডভান্সড রোবোটিক অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন এবং গাইনোকোলজিক অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট অরুণাভ রায় বলেছেন, “অনেক সময়ই মহিলারা লজ্জা, ভীতি, পারিবারিক সমস্যার কারণে জরায়ুর (Uterus Cancer) পরীক্ষা করেন না। এর ফলে ক্যানসারের বিপদ বাড়ে। সময় মতো স্ক্রিনিং, সনাক্তকরণ, এবং প্রয়োজনীয় চিকিৎসা তাঁদের সুস্থ জীবনযাপন করতে সহায়তা করতে পারে। এই ডে-কেয়ার হিস্টেরেক্টমিতে রোগীর কোনও রক্ত সঞ্চালন, অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয় না। ন্যূনতম ওষুধ এবং প্রায় কোনও ব্যথা ছাড়াই তাঁকে একই দিনে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটি প্রকৃতপক্ষে পূর্ব ভারতে ক্যানসারের সার্জারির ক্ষেত্রে একটি ল্যান্ডমার্ক। এটি রোগীদের সেরা চিকিৎসার সুবিধা পেতে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।"
advertisement
advertisement
মেদিনীপুরের বাসিন্দা ৫০ বছর বয়সী রূপালী সামন্ত দীর্ঘস্থায়ী ঋতুস্রাবের সমস্যায় ভুগছিলেন। মেডিক্যাল ডায়াগনোসিস থেকে জানা যায়, ক্যানসারের (Uterus Cancer)আগের অবস্থা রয়েছে। ফলে তড়িঘড়ি চিকিৎসা না করলে জরায়ু ক্যানসারে আক্রান্ত হতে পারেন তিনি। রোগী এবং তাঁর পরিবার রোবোটিক সহায়তায় অস্ত্রোপচারের সুবিধাগুলি বোঝার পরে রোবোটিক হিস্টেরেক্টমি সার্জারি বেছে নিয়েছিলেন। অস্ত্রোপচারের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
advertisement
আরও পড়ুন-- কলকাতায় কোরবিভ্যাক্স ভ্যাক্সিন, পুরসভার স্টোরে মজুত ৮৮ হাজার ডোজ
রোবোটিক সার্জারির জন্য নির্দিষ্ট যে অতিরিক্ত খরচ হয়েছে তার মধ্যে রয়েছে হাসপাতালে থাকার ন্যূনতম খরচ, ওষুধপত্র এবং অস্ত্রোপচারের পরে রক্ত সঞ্চালনের মাধ্যমে তাঁকে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার। রূপালী সামন্ত জানিয়েছেন, “আমি সত্যিই চিকিৎসক অরুণাভ রায় এবং মেডিকা হাসপাতালের পুরো টিমের কাছে কৃতজ্ঞ। তাঁরা না থাকলে এবং ওই হাসপাতালে এমন অত্যাধুনিক অস্ত্রোপচার প্রযুক্তি না থাকলে আমি এত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারতাম না। অস্ত্রোপচারের পরে খুব কম ব্যথা ছিল। আমি আমার অস্ত্রোপচারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রতিদিনের কাজকর্ম করার জন্য পুরোপুরি ফিট ছিলাম।"
advertisement
চিকিৎসক অভয় কুমার,সার্জিক্যাল অনকোলজি এবং রোবোটিক সার্জারির প্রধান জানাচ্ছেন, “ভারতে ক্যানসারে আক্রান্তের হার কয়েক বছর ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ২০১০-২০১৯ সাল পর্যন্ত ক্যানসারের ক্ষেত্রে ২১% এবং মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২৬% বৃদ্ধি পেয়েছে। করোনা স্ক্রিনিং গ্যাপ-কে আরও বাড়িয়ে দিয়েছে। ২০২০ সালে ভারতে প্রায় ১৪ লক্ষ লোকের ক্যানসার হয়েছিল। প্রাথমিক সনাক্তকরণ এবং রোগ নির্ণয়ই মৃত্যু রোধে একমাত্র উপায়। ক্যানসারের চিকিৎসায় মেডিকা হাসপাতালে বিশ্বমানের সুবিধা রয়েছে এবং ফোর্থ জেনারেশন দা ভিঞ্চি সার্জিক্যাল রোবট প্রযুক্তি মেডিকার ক্যানসার চিকিৎসার জন্য আশীর্বাদ হতে পারে। এই ডে-কেয়ার ট্রিটমেন্ট হল মেডিকা ক্যানসার ইনস্টিটিউটের সেরা একটি পদক্ষেপ, যা সামনের দিনগুলিতে আরও বেশি ফলপ্রসূ হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 3:16 PM IST