Sudip Banerjee || সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, দিলেন বড়সড় বার্তা

Last Updated:

Sudip Banerjee || চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী জানান,  "গত বছর যাঁরা ইউক্রেনে মেডিক্যাল কোর্সের শেষ বছরে পাঠরত ছিলেন, পড়াশোনা শেষ করেছেন এবং ৩০ জুন অথবা তার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শংসাপত্র পেয়েছেন তাঁরা ফরেন মেডিক্যাল এক্সিমিনেশনে বসতে পারবেন।"

#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: দেশে কোনও আইন না থাকায় প্রস্তাব মতো পড়ুয়াদের এদেশে কোর্স শেষ করার ব্যবস্থা করা সম্ভব ছিল না, গত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জিরো আওয়ারে তোলা প্রসঙ্গের জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানিয়েছেন, ফরেন মেডিক্যাল গ্র্যাজুইয়েটরা এদেশে স্ক্রিনিং টেস্ট দিয়ে যাতে ইনটার্নশি শেষ করতে পারবেন, সে ব্যবস্থা করা হয়েছে।
চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী জানান,  "সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিয়ে গত ২৮ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী, গত বছর যাঁরা ইউক্রেনে মেডিক্যাল কোর্সের শেষ বছরে পাঠরত ছিলেন, পড়াশোনা শেষ করেছেন এবং ৩০ জুন অথবা তার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শংসাপত্র পেয়েছেন তাঁরা ফরেন মেডিক্যাল এক্সিমিনেশনে বসতে পারবেন।"  সেই পরীক্ষায় পাশ করলে তাঁরা এদেশে ইন্টার্নশিপ শেষ করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন- মিথ্যে মামলায় ফাঁসাতে পুলিশের গাড়িতে পুলিশ, নাহলে তৃণমূলের কর্মীরাই আগুন লাগিয়েছে... দাবি শুভেন্দুর
উল্লেখ্য, মেডিক্যালে দুবছর হাতেকলমে প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। গত সপ্তাহে, ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের জন্য সুখবর দেয় কেন্দ্রীয় সরকার। ইউক্রেনের একাডেমিক মোবিলিটি প্রোগ্রামকে ছাড়পত্র দেওয়া হয় কেন্দ্রের তরফে। বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। অন্য দেশে কোর্সের বাকি অংশ সমাপ্ত করলে ইউক্রেনের বিশ্ববিদ্যালয় থেকেই মেডিকেল শংসাপত্র পাবেন ভারতীয় পড়ুয়ার। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ইউক্রেনের অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রামে নেই ভারতের কোনও বিশ্ববিদ্যালয়। ফলে ভারতে কোর্স শেষ করার কোনও সুযোগ পাবেন না ভারতীয় পড়ুয়ারা।
advertisement
ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় প্রবাদের কোর্স শেষ করার সুযোগ দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ তৈরি হয় রাজ্য গুলির। বিশেষ করে পশ্চিমবঙ্গ জানিয়ে দেয় সে রাজ্যের পড়ুয়াদের রাজ্যের মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে সুযোগ দিতে চায় সরকার। যদিও তা নিয়ে কোন ছাড়পত্র এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্র।ইউক্রেন এবং চিন থেকে ফেরা ভারতীয় পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুন, এ ব্যাপারে বিদেশ মন্ত্রক পদক্ষেপ করার সুপারিশ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Banerjee || সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, দিলেন বড়সড় বার্তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement