High Court: চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ শুরু নিয়ে অনিশ্চয়তা, বৈঠকের পরেও হল না কাজ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার রাজ্যের এডভোকেট জেনারেল এজলাসে জানান, মেট্রোর দাবি দীর্ঘদিন ধরে রাজ্যের অসহযোগিতার ফলে এই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, সোমবার রাজ্য অবস্থান স্পষ্ট করে জানাক জানুয়ারি মাসে কাজ শুরুর বাস্তবতা। সোমবার মামলার পরবর্তী শুনানি।
কলকাতা: বৈঠকের পরেও চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ শুরু নিয়ে প্রবল অনিশ্চয়তা। হাইকোর্টের নির্দেশে বুধবার যৌথ বৈঠক থেকে মেলেনি কাজের নির্দিষ্ট সময়সীমা। রাজ্যের প্রস্তাব ফেব্রুয়ারির আগে কোনওভাবেই পিলার তৈরির কাজে অনুমতি দেওয়া সম্ভব নয়।
গঙ্গাসাগর উৎসব তার প্রধান কারণ। শুক্রবার রাজ্যের এডভোকেট জেনারেল এজলাসে জানান,
মেট্রোর দাবি দীর্ঘদিন ধরে রাজ্যের অসহযোগিতার ফলে এই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
advertisement
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, সোমবার রাজ্য অবস্থান স্পষ্ট করে জানাক জানুয়ারি মাসে কাজ শুরুর বাস্তবতা। সোমবার মামলার পরবর্তী শুনানি।
advertisement
ই-এম বাইপাসের চিংড়িঘাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে তিনটি স্তম্ভ নির্মাণের জট কাটাতেবৈঠক করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মেট্রো কর্তৃপক্ষ, নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) সঙ্গে রাজ্যের কোন কোন দফতর এই বৈঠকে অংশগ্রহণ করবে তা জানিয়েছে রাজ্য।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 12:20 PM IST










