UGC: উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালকেই সর্বোচ্চ ক্ষমতা! কলকাতায় এসে সওয়াল UGC চেয়ারম্যানের

Last Updated:

UGC: পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলির তরফে অভিযোগ উঠেছে, রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে ক্ষমতা নিয়ে আসলে শিক্ষার গৈরিকীকরণের অপচেষ্টা চালাচ্ছে।

কী বললেন ইউজিসি চেয়ারম্যান?
কী বললেন ইউজিসি চেয়ারম্যান?
কলকাতা: ইউজিসি-র তৈরি নয়া খসড়া নীতি নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। সমালোচিত হয়েছে সেই খসড়া নীতি। পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলির তরফে অভিযোগ উঠেছে, রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে ক্ষমতা নিয়ে আসলে শিক্ষার গৈরিকীকরণের অপচেষ্টা চালাচ্ছে।
সেই খসড়া নীতিতে উপাচার্য নিয়োগে আচার্যকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার থেকে শিক্ষাক্ষেত্রের বাইরের ব্যক্তিদের উপাচার্য করা নিয়ে এবার সাফাই দিলেন ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার। সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন উৎসবে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্যকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে সেটি সমস্ত রাজ্য রাজ্যগুলিকে মান্যতা দেওয়া উচিত। ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিকে মান্যতা দিয়ে খসড়া তৈরি হয়েছে। তবে তিনি বলেন এটি নতুন কোনও বিষয় নয়, ২০১০ সালের আগে একই ভাবে উপাচার্য নিয়োগের দায়িত্ব একজন আচার্য তথা রাজ্যপালের উপরের ন্যস্ত থাকত বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
শিক্ষাবিদ ছাড়াও শিল্পপতি থেকে শুরু করে বেসরকারি ফার্মের প্রতিষ্ঠিত ব্যক্তিরাও উপাচার্য হতে পারবেন প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান বলেন, শিক্ষার পরিসর এখন অনেক বৃদ্ধি পেয়েছে। একাধিক অভিমুখ তৈরি হয়েছে। সেখানে একজন শিক্ষাবিদ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও নজির গড়ছেন। তাই শিক্ষাক্ষেত্রে বাইরে ব্যক্তিদেরও উপাচার্য পদের জন্য জায়গা দেওয়া হয়েছে।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এখন ইউজিসির বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ।
advertisement
এই প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, এখন ইউজিসি বরাদ্দ রুসা ফান্ডের মাধ্যমে দেওয়া হয়। এখন এটা অনেক প্রতিযোগিতামূলক হয়ে গেছে। এটাকে দয়া করে কেউ প্লেটে সাজানো খাবার ভাববেন না, যে চাইলাম আর পেয়ে গেলেন। ইউজিসির সমস্ত নিয়ম, ন্যাক এ সন্তোষজনক গ্রেড ও অন্যান্য মাপকাঠিতে সফলভাবে উত্তীর্ণ হলে, নিজেকে প্রমাণ করলে তবেই ওই ফান্ড পাওয়া যাবে।
advertisement
আইআইটি-তে একের পর এক পড়ুয়া আত্মহত্যা নিয়ে উদ্বিগ্ন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন , এটা সত্যি খুবই উদ্বেগজনক ঘটনা। এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
UGC: উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালকেই সর্বোচ্চ ক্ষমতা! কলকাতায় এসে সওয়াল UGC চেয়ারম্যানের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement