#কলকাতা: পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দ্বিতীয় শ্রেণির দুই পড়ুয়ার অবস্থা এখনও আশঙ্কাজনক। অতিসংটকজনক ঋষভ সিং। কার্ডিও বিভাগে স্থানান্তর করা হয়েছে ঋষভকে। কৃত্রিমভাবে হৃদযন্ত্র চালাতে স্থানান্তর করা হয়েছে তাকে।হাসপাতাল সূত্রে খবর, রাতেই ঋষভের অস্ত্রোপচার হয়েছে ৷ কৃত্রিম ফুসফুসের সাহায্যে শ্বাস নিচ্ছে ঋষভ ৷ তার পাঁজরের হাড় ভেঙেছে। ফুসফুসে ঢুকেছে জল-কাদা। আরেক আহত ছাত্র দিব্যাংশু ভকতের মাথায় জমাট বেঁধেছে রক্ত। দু'জনই এসএসকেএমে ভর্তি। দুই ছাত্রকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঋষভের রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। সেক্ষেত্রে এখনই অস্ত্রোপচার সম্ভব নয়। ফোন করে দুই ছাত্রের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে ঋষভকে ৷ দিব্যাংশু ভকত এখনও ভেন্টিলেশনে ৷ রাতেই দুই পড়ুয়াকে দেখতে এসএসকেএম-এ যান মেয়র ফিরহাদ হাকিম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Polba pool car accident, SSKM