Sealdah New AC Local: শিয়ালদহ থেকে আরও দুই রুটে এসি লোকাল, কত ভাড়া? পুজোর আগে জোড়া উপহার রেলের

Last Updated:

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন দুই রুটে এসি লোকাল চালানোর জন্য আরও এসি রেক নিয়ে আসা হচ্ছে৷

আজ থেকেই রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের যাত্রী পরিষেবা শুরু হল৷ এ দিন সকাল ৮.২৯ মিনিটে রানাঘাট জংশন স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল৷
আজ থেকেই রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের যাত্রী পরিষেবা শুরু হল৷ এ দিন সকাল ৮.২৯ মিনিটে রানাঘাট জংশন স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল৷
রানাঘাটের পর শিয়ালদহ থেকে আরও দুটি রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন৷ শিয়ালদহ থেকে বনগাঁ এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে চলবে নতুন এসি লোকাল৷ পুজোর আগেই এই নতুন দুটি রুটে পরিষেবা শুরু হবে৷ দুই রুটে ভাড়ার তালিকাও প্রকাশ করেছে রেল৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ-বারাসত- বনগাঁ  হয়ে রানাঘাট পর্যন্ত একটি এসি লোকাল চালু হচ্ছে৷ আরও একটি এসি লোকাল চলবে শিয়ালদহ-রানাঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত৷ শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে থামবে৷ শিয়ালদহ থেকে রানাঘাট যে এসি লোকাল এখন চলছে, সেটি বর্তমানে এই দুটি স্টেশনে থামে না৷
শিয়ালদহ বনগাঁ এসি লোকালের ভাড়া-
advertisement
advertisement
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম জংশন — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম ক্যান্টনমেন্ট — ৩৫ টাকা
শিয়ালদহ – মধ্যমগ্রাম — ৬০ টাকা
শিয়ালদহ – বারাসাত — ৬০ টাকা
শিয়ালদহ – দত্তপুকুর — ৮৫ টাকা
শিয়ালদহ – হাবরা — ৯০ টাকা
শিয়ালদহ – গোবরডাঙ্গা — ১০৫ টাকা
advertisement
শিয়ালদহ – ঠাকুরনগর — ১০৫ টাকা
শিয়ালদহ – বনগাঁ — ১২০ টাকা
শিয়ালদহ – মাঝেরগ্রাম — ১৩০ টাকা
শিয়ালদহ – রানাঘাট — ১৫০ টাকা
শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকালের ভাড়া-
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম জংশন — ৩৫ টাকা
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
advertisement
শিয়ালদহ – বেলঘড়িয়া — ৪০ টাকা
শিয়ালদহ – সোদপুর — ৬০ টাকা
শিয়ালদহ – খড়দহ — ৬০ টাকা
শিয়ালদহ – বারাকপুর — ৬০ টাকা
শিয়ালদহ – শ্যামনগর — ৮৫ টাকা
শিয়ালদহ – নৈহাটি — ৯০ টাকা
শিয়ালদহ – কাঁচরাপাড়া — ৯৫ টাকা
শিয়ালদহ – কল্যাণী — ৯৫ টাকা
শিয়ালদহ – চাকদহ — ১০৫ টাকা
advertisement
শিয়ালদহ – রানাঘাট — ১২০ টাকা
শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন — ১৪০ টাকা
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন দুই রুটে এসি লোকাল চালানোর জন্য আরও এসি রেক নিয়ে আসা হচ্ছে৷ আগামী সপ্তাহ থেকেই এই নতুন দুই রুটে পরিষেবা শুরু হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah New AC Local: শিয়ালদহ থেকে আরও দুই রুটে এসি লোকাল, কত ভাড়া? পুজোর আগে জোড়া উপহার রেলের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement