Sealdah New AC Local: শিয়ালদহ থেকে আরও দুই রুটে এসি লোকাল, কত ভাড়া? পুজোর আগে জোড়া উপহার রেলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন দুই রুটে এসি লোকাল চালানোর জন্য আরও এসি রেক নিয়ে আসা হচ্ছে৷
রানাঘাটের পর শিয়ালদহ থেকে আরও দুটি রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন৷ শিয়ালদহ থেকে বনগাঁ এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে চলবে নতুন এসি লোকাল৷ পুজোর আগেই এই নতুন দুটি রুটে পরিষেবা শুরু হবে৷ দুই রুটে ভাড়ার তালিকাও প্রকাশ করেছে রেল৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ-বারাসত- বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত একটি এসি লোকাল চালু হচ্ছে৷ আরও একটি এসি লোকাল চলবে শিয়ালদহ-রানাঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত৷ শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে থামবে৷ শিয়ালদহ থেকে রানাঘাট যে এসি লোকাল এখন চলছে, সেটি বর্তমানে এই দুটি স্টেশনে থামে না৷
শিয়ালদহ বনগাঁ এসি লোকালের ভাড়া-
advertisement
advertisement
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম জংশন — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম ক্যান্টনমেন্ট — ৩৫ টাকা
শিয়ালদহ – মধ্যমগ্রাম — ৬০ টাকা
শিয়ালদহ – বারাসাত — ৬০ টাকা
শিয়ালদহ – দত্তপুকুর — ৮৫ টাকা
শিয়ালদহ – হাবরা — ৯০ টাকা
শিয়ালদহ – গোবরডাঙ্গা — ১০৫ টাকা
advertisement
শিয়ালদহ – ঠাকুরনগর — ১০৫ টাকা
শিয়ালদহ – বনগাঁ — ১২০ টাকা
শিয়ালদহ – মাঝেরগ্রাম — ১৩০ টাকা
শিয়ালদহ – রানাঘাট — ১৫০ টাকা
শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকালের ভাড়া-
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
শিয়ালদহ – দমদম জংশন — ৩৫ টাকা
শিয়ালদহ – বিধাননগর রোড — ৩৫ টাকা
advertisement
শিয়ালদহ – বেলঘড়িয়া — ৪০ টাকা
শিয়ালদহ – সোদপুর — ৬০ টাকা
শিয়ালদহ – খড়দহ — ৬০ টাকা
শিয়ালদহ – বারাকপুর — ৬০ টাকা
শিয়ালদহ – শ্যামনগর — ৮৫ টাকা
শিয়ালদহ – নৈহাটি — ৯০ টাকা
শিয়ালদহ – কাঁচরাপাড়া — ৯৫ টাকা
শিয়ালদহ – কল্যাণী — ৯৫ টাকা
শিয়ালদহ – চাকদহ — ১০৫ টাকা
advertisement
শিয়ালদহ – রানাঘাট — ১২০ টাকা
শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন — ১৪০ টাকা
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন দুই রুটে এসি লোকাল চালানোর জন্য আরও এসি রেক নিয়ে আসা হচ্ছে৷ আগামী সপ্তাহ থেকেই এই নতুন দুই রুটে পরিষেবা শুরু হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 4:37 PM IST