নির্দল গণনা দিনেই তৃণমূলে? দুই জয়ী প্রার্থীর মত এক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
১৩৫ ও ১৪১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী জেতার পরেই তৃণমূল আসার ভাবনা।
#কলকাতা: পুরভোটের ময়দানে লড়েছিলেন নিজের কায়দায়। কেউ সবুজ পতাকা নিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন, কেউ আবার শুধুই প্রতিশ্রুতির বন্যা। প্রচারের টার্গেট ছিল ২১ তারিখ খাতা ভর্তি করে নম্বর তুলে নেওয়া। যে দল নম্বর তুলেছেন যে হলেন জয়ী আর অন্যজন একটু পিছিয়ে পড়ে পরাজিত প্রার্থী। পুরভোটের ময়দানে কলকাতা পুরসভার পনেরো নম্বর বরো যে নজরে থাকল ফলাফলের পরে। কলকাতা পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আকতারি নিজামী ৯৬৬৫ টি ভোট পেলেও পরাজয় স্বীকার করলেন নির্দল প্রার্থী রুবিনা নাজের কাছে। রুবিনা নাজ ১০০২৫ টি ভোটের মধ্যে ৩৬০ টি ধ ১৪১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিবনাথ গায়েন তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার প্রাপ্ত ভোট ১১৩৩৫টি। তৃণমূল প্রার্থীর থেকে নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর ৫০৯ টি বেশি ভোট পেয়ে নিজের দখলে রাখলেন ১৪১ নম্বর ওয়ার্ড।
নির্বাচনের ফলাফলে ১৩৫ ও ১৪১ নম্বর ওয়ার্ডের দুই নির্দল প্রার্থী জয় লাভ করতেই তাদের নতুন পরিকল্পনা শুনেই চক্ষুচড়ক গাছ। রুবিনা নাজ ও পূর্বাশা নিজেদের জয় নিশ্চিত করার পরেই জানালেন তাদের এবার ঠিকানা ঘাসফুল শিবির। রুবিনা জানালেন তার স্বামীর কথায় তিনি নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন, এবার শুধু তার স্বামীর সম্মতি নিয়ে যোগদানের অপেক্ষা তৃণমূল কংগ্রেস শিবিরে। একইভাবে ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল জয়ী প্রার্থী পূর্বাশা নস্কর জানালেন, তার এই জয়ের পরে তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লেখাবেন, আগে সুযোগ না পেয়ে তৃণমূলের টিকিট জোটেনি, এবার জয়ী হয় সবুজ ঝড়ে সামিল হবেন। যদিও এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম। তার মন্তব্য, তাদের দলের একটি নিদিষ্ট নিয়ম আছে যোগদানের, দলীয় স্তরে বিষয়টি আলোচনা হবার পরেই নির্দলের নাম তৃণমূল কংগ্রেসের খাতায় নাম উঠবে কিনা জানা যাবে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা যাই বলুক না কেন, নির্দল দুই প্রার্থীই যে তৃণমূলের দিকে তাকিয়ে বসে আছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
Susovan Bhattacharjee
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2021 5:29 PM IST