#কলকাতা: "এক ফুল দো মালি "! নিজাম প্যালেসে সেই দৃশ্যই দেখলেন সিবিআই অফিসার সহ তাবড় তাবড় নেতা মন্ত্রীরা | শোভন তুমি কার! শোভনের হেফাজতে আইনি প্রক্রিয়াতে কে দায়িত্ব নেবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে | সোমবার সিবিআই নারদকাণ্ডে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে | ফলে ভোরে সিবিআই যখন শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chatterjee) নিয়ে আসে নিজাম প্যালেসে তখন তাঁর সঙ্গে বান্ধবী বৈশাখীও (Baishakhi Banerjee)চলে আসেন | তাঁর ঘনিষ্ঠ বন্ধুর বিপদের দিনও তিনি তাঁর সাথ ছাড়েননি | গোলাপি জামা ও পাজামা পরে কার্যত নাইট সুটেই নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কে | সঙ্গে সুন্দরী বান্ধবী তিনিও সটান হাজির হয় নিজাম প্যালেসে |
সংসার নাকি বান্ধবী সেই স্নায়ুযুদ্ধ অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন তিনি | কিন্তু এরকম পরিস্থিতি যে হবে সেটা বোধহয় আঁচ করতে পারেননি তিনিও | ডিভোর্সের মামলা চললেও স্ত্রীর কর্তব্য পালন করতে পিছপা হননি রত্না | অন্য দিকে বান্ধবী বৈশাখীও তাঁর প্রাণাধিক বন্ধুর জন্য বিপদের দিনেও সিবিআই দফতর থেকে হাসপাতাল, সর্বত্রই পাশে থেকেছেন শোভন চট্টপাধ্যায়ের |তবে এই দৃশ্য দেখে ও বন্ধুত্ব দেখে সিবিআই কর্তারাও হতবাক | এমন বন্ধুত্ব তাঁরা আগে খুব বেশি দেখেননি বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baishakhi Banerjee, Ratna Chatterjee, Sovon Chatterjee