রত্না নাকি বৈশাখী? সিবিআই দফতরেও সাংসারিক স্নায়ুযুদ্ধ পিছু ছাড়ল না শোভন চট্টোপাধ্যায়ের
- Published by:Pooja Basu
Last Updated:
সংসার নাকি বান্ধবী সেই স্নায়ুযুদ্ধ অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন তিনি | কিন্তু এরকম পরিস্থিতি যে হবে সেটা বোধহয় আঁচ করতে পারেননি শোভনবাবু নিজেও |
#কলকাতা: "এক ফুল দো মালি "! নিজাম প্যালেসে সেই দৃশ্যই দেখলেন সিবিআই অফিসার সহ তাবড় তাবড় নেতা মন্ত্রীরা | শোভন তুমি কার! শোভনের হেফাজতে আইনি প্রক্রিয়াতে কে দায়িত্ব নেবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে | সোমবার সিবিআই নারদকাণ্ডে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে | ফলে ভোরে সিবিআই যখন শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chatterjee) নিয়ে আসে নিজাম প্যালেসে তখন তাঁর সঙ্গে বান্ধবী বৈশাখীও (Baishakhi Banerjee)চলে আসেন | তাঁর ঘনিষ্ঠ বন্ধুর বিপদের দিনও তিনি তাঁর সাথ ছাড়েননি | গোলাপি জামা ও পাজামা পরে কার্যত নাইট সুটেই নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কে | সঙ্গে সুন্দরী বান্ধবী তিনিও সটান হাজির হয় নিজাম প্যালেসে |
রাজনৈতিক ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী থাকলেও বেলার দিকে হাজির হন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) | সিবিআই দফতরে যেতেই শুরু হয় টানাপোড়েন | কারণ শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর আইনি প্রক্রিয়ায় যা কিছু হবে সেসবের দায়িত্বে কে থাকবেন? বৈশাখি নাকি রত্না? সাংসারিক টানাপোড়েন যেন সিবিআই দফতরেও পিছু ছাড়েনি | একদিকে স্ত্রী রত্না আর অন্যদিকে বান্ধবী বৈশাখী দু’জনই মুখোমুখি | কিন্তু শোভনের আইনি প্রক্রিয়ায় কে দায়িত্ব সামলাবেন? সিবিআই এই প্রশ্ন করতেই অশান্তির আঁচ পেয়েই আগে ভাগেই শোভন চট্টোপাধ্যায় সিধান্ত কথা জানান | শোভন প্রথমে মৌখিক ভাবে জানান সিবিআইকে, তাঁর আইনি প্রক্রিয়াতে সব কিছুর দায়িত্ব ও সই সাবতে দায়িত্বে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় | কিন্তু তাতেও মনের খচখচানি কমেনি | তিনি সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন যদি কোনও সমস্যা হয়? তাই শেষ পর্যন্ত সিবিআইয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দরখাস্ত দেন শোভন চট্টোপাধ্যায় | আইনি সমস্ত কাজের দায়িত্ব পালন করবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় |
advertisement
সংসার নাকি বান্ধবী সেই স্নায়ুযুদ্ধ অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন তিনি | কিন্তু এরকম পরিস্থিতি যে হবে সেটা বোধহয় আঁচ করতে পারেননি তিনিও | ডিভোর্সের মামলা চললেও স্ত্রীর কর্তব্য পালন করতে পিছপা হননি রত্না | অন্য দিকে বান্ধবী বৈশাখীও তাঁর প্রাণাধিক বন্ধুর জন্য বিপদের দিনেও সিবিআই দফতর থেকে হাসপাতাল, সর্বত্রই পাশে থেকেছেন শোভন চট্টপাধ্যায়ের |তবে এই দৃশ্য দেখে ও বন্ধুত্ব দেখে সিবিআই কর্তারাও হতবাক | এমন বন্ধুত্ব তাঁরা আগে খুব বেশি দেখেননি বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা |
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2021 6:11 PM IST