রত্না নাকি বৈশাখী? সিবিআই দফতরেও সাংসারিক স্নায়ুযুদ্ধ পিছু ছাড়ল না শোভন চট্টোপাধ্যায়ের 

Last Updated:

সংসার নাকি বান্ধবী সেই স্নায়ুযুদ্ধ অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন তিনি | কিন্তু এরকম পরিস্থিতি যে হবে সেটা বোধহয় আঁচ করতে পারেননি শোভনবাবু নিজেও |

#কলকাতা: "এক ফুল দো মালি "!  নিজাম প্যালেসে  সেই দৃশ্যই দেখলেন সিবিআই  অফিসার সহ তাবড় তাবড় নেতা মন্ত্রীরা | শোভন  তুমি কার! শোভনের হেফাজতে আইনি প্রক্রিয়াতে কে দায়িত্ব নেবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে | সোমবার সিবিআই  নারদকাণ্ডে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং  শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে |  ফলে ভোরে সিবিআই যখন শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chatterjee)   নিয়ে আসে নিজাম প্যালেসে  তখন  তাঁর সঙ্গে বান্ধবী বৈশাখীও (Baishakhi Banerjee)চলে আসেন  |  তাঁর ঘনিষ্ঠ বন্ধুর বিপদের  দিনও তিনি তাঁর সাথ ছাড়েননি  | গোলাপি জামা ও পাজামা পরে কার্যত নাইট সুটেই  নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কে | সঙ্গে সুন্দরী বান্ধবী তিনিও  সটান হাজির হয় নিজাম প্যালেসে |
রাজনৈতিক  ঘনিষ্ঠ  মহলের সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী থাকলেও  বেলার দিকে হাজির হন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) | সিবিআই  দফতরে যেতেই শুরু হয় টানাপোড়েন  | কারণ শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির  পর  আইনি প্রক্রিয়ায় যা কিছু হবে সেসবের  দায়িত্বে কে থাকবেন? বৈশাখি নাকি রত্না? সাংসারিক  টানাপোড়েন  যেন সিবিআই দফতরেও  পিছু ছাড়েনি |  একদিকে স্ত্রী রত্না আর অন্যদিকে বান্ধবী  বৈশাখী  দু’জনই মুখোমুখি  | কিন্তু শোভনের আইনি প্রক্রিয়ায় কে দায়িত্ব সামলাবেন? সিবিআই এই প্রশ্ন করতেই অশান্তির  আঁচ  পেয়েই আগে ভাগেই শোভন চট্টোপাধ্যায়  সিধান্ত  কথা জানান |   শোভন  প্রথমে মৌখিক ভাবে জানান সিবিআইকে, তাঁর আইনি প্রক্রিয়াতে সব কিছুর দায়িত্ব ও সই সাবতে দায়িত্বে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় | কিন্তু তাতেও  মনের  খচখচানি কমেনি | তিনি সিবিআইয়ের  হেফাজতে থাকাকালীন যদি কোনও সমস্যা  হয়? তাই শেষ পর্যন্ত সিবিআইয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে  দরখাস্ত  দেন শোভন চট্টোপাধ্যায়  | আইনি  সমস্ত  কাজের দায়িত্ব  পালন করবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় |
advertisement
সংসার নাকি বান্ধবী সেই স্নায়ুযুদ্ধ  অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন তিনি |  কিন্তু এরকম পরিস্থিতি যে হবে সেটা বোধহয় আঁচ করতে পারেননি তিনিও | ডিভোর্সের মামলা চললেও স্ত্রীর  কর্তব্য  পালন করতে পিছপা হননি রত্না | অন্য দিকে বান্ধবী বৈশাখীও তাঁর প্রাণাধিক বন্ধুর জন্য বিপদের দিনেও সিবিআই দফতর থেকে হাসপাতাল, সর্বত্রই  পাশে থেকেছেন শোভন চট্টপাধ্যায়ের |তবে এই দৃশ্য  দেখে ও বন্ধুত্ব  দেখে সিবিআই কর্তারাও হতবাক  | এমন বন্ধুত্ব  তাঁরা  আগে খুব বেশি দেখেননি  বলেই দাবি কেন্দ্রীয়  সংস্থার আধিকারিকরা |
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রত্না নাকি বৈশাখী? সিবিআই দফতরেও সাংসারিক স্নায়ুযুদ্ধ পিছু ছাড়ল না শোভন চট্টোপাধ্যায়ের 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement