কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের  গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
হামলায় রুষ্ট আফ্রিকার জাতিবিদ্বেষের অভিযোগের জবাব দিল দিল্লি
advertisement
এমন বিড়ম্বনার মুখে আগে কি পড়েছে ভারত! মনে করা যাচ্ছে না। আফ্রিকার ৫০টিরও বেশি দেশ আজ একজোটে জাতিবিদ্বেষের অভিযোগ তুলেছে ভারতের বিরদ্ধে। আন্তর্জাতিক মঞ্চে এ ভাবে মুখ পোড়ায় আজ আক্ষরিক অর্থেই দীর্ঘ ক্ষণ বাক্‌রুদ্ধ ছিল নরেন্দ্র মোদীর সরকার। পরে রাতে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক ওই অভিযোগ খণ্ডন করে। এ-ও জানা যায়, খুব কম সংখ্যক রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেই  ‘আফ্রিকা গ্রুপ হেড অব মিশন’-এর তরফে ওই বিবৃতি জারি করা হয়েছে।
advertisement
তাঁকে না জানিয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ নয়, নোট দিলেন মুখ্যমন্ত্রী
নিষেধাজ্ঞা জারিই ছিল। তবু সেই নিষেধ অমান্য করে রাজ্য সরকারের কোনও কোনও অফিসার মোদী সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, তথ্য আদান-প্রদান করছেন বলে খবর। এতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিতে লাগাম টানতে এ বার তিনি নিজেই সমস্ত দফতরে ‘নোট’ পাঠিয়ে বলেছেন, তাঁকে না জানিয়ে কেউ যেন দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা না করেন।
advertisement
চুটিয়ে খান বাংলার ডিম, অভয় দিলেন খোদ মমতা
প্লাস্টিক ডিম নিয়ে রাজ্য তোলপাড়। অভিযোগ, গ্রেফতার, অভিযান— সবই চলছে। এই অবস্থায় অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়্গপুরের জনসভায় তাঁর ঘোষণা, ‘‘বাংলার ডিমে কোনও সমস্যা নেই। বাংলার ডিম চুটিয়ে খান।’’
দুই শীর্ষ জঙ্গির মধ্যে ফাটল, বড়সড় ভাঙনের মুখে লস্কর-ই-তৈবা
advertisement
বড়সড় ভাঙনের মুখে লস্কর-ই-তৈবা। তেমনই খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা হাফিজ সইদ এবং সংগঠনটির কাশ্মীর অপারেশনস-এর প্রধান জাকিউর রহমান লকভির মধ্যে দ্বন্দ্বের জেরেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি ভাঙনের মুখে পড়েছে বলে খবর। জাকিউর রহমান লকভি তাঁর সব অনুগামীদের পাক অধিকৃত কাশ্মীরে পাঠিয়ে দিয়েছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের খুন করে উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলার ছক কষেছে লস্করের একটি অংশ, এমন খবরও মিলেছে।
advertisement
bartaman_big11
চাষের জমির খাজনা মকুব, খড়্গপুরের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা মমতার
কৃষিজমির খাজনা মুকুব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঊর্ধ্বসীমার (ল্যান্ড সিলিং) নীচে থাকা সমস্ত কৃষি জমির ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই খাজনা মুকুব। মুখ্যমন্ত্রী এই ঘোষণা কার্যকর হলে উপকৃত হবেন রাজ্যের বেশ কয়েক কোটি ক্ষুদ্র ও মাঝারি চাষি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকের পর খড়্গপুর কলেজ মাঠে এক সভায় মমতার ওই ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত অসংখ্য সাধারণ মানুষ। সামনের বছর রাজ্যের পঞ্চায়েত ভোট। তার প্রাক্কালে এই ঘোষণা যে ‘মাস্টারস্ট্রোক’ তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
অরুণাচলের সীমান্ত পর্যন্ত হচ্ছে রেলপথ, চীনকে চ্যালেঞ্জ মোদির
চীনের হুমকিকে অগ্রাহ্য করেই সমীক্ষা শুরু হয়ে গেল অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে বমডিলা হয়ে তাওয়াং পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের। পরিকল্পনা ছিলই। এবার সেটি বাস্তবায়িত হওয়ার পথে। ৭০ হাজার কোটি টাকা ব্যয় করে এই তাওয়াং রেলপথটি নির্মাণ হলে সবথেকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হবে চীনকে। কারণ তাওয়াং পর্যন্ত ভারতের রেল পরিকাঠামো নির্মাণ হওয়ার অর্থ আরও বেশি করে চীনের নাকের ডগায় ভারতের রেলপথ পৌঁছে যাবে। আর যে তাওয়াংকে চীন দক্ষিণ তিব্বত তকমায় অভিহিত করে নিজেদের মানচিত্রের অঙ্গ হিসাবে দাবি করে সেই প্রচারেরও একটা মুখের মতো জবাব দেওয়া হবে।
advertisement
সোনারপুরে ডাকাতি-খুনে জড়িত বাংলাদেশি দুষ্কৃতীরা
রবিবার ভরসন্ধ্যায় সোনারপুরে সোনার গয়নার দোকানে ডাকাতি এবং তাতে বাধা দেওয়ায় মালিক দীপক দেবনাথকে খুনের ঘটনায় বাংলাদেশি যোগ পেল পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ধৃত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি। বাকি পলাতক ছ’-সাতজনই বাংলাদেশি বলে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে। তবে ঘটনার তদন্তে সবথেকে উল্লেখযোগ্যভাবে পুলিশ যেটা জানতে পেরেছে, তা হচ্ছে এই ঘটনায় অভিযুক্তরা ‘নড়াইল গ্যাং’। যা আগে কখনও ধরা পড়েনি।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণ, হত ১০, জখম বহু
জঙ্গি বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার মেট্রো স্টেশন। মৃত্যু হল অন্তত ১০ জনের। জখম হয়েছেন আরও ৫০ জন। সোমবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। জরুরি পরিষেবা বিভাগের তরফে বিস্ফোরণের এই খবর জানানো হয়েছে রুশ সংবাদ সংস্থাগুলিকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটি সন্ত্রাসবাদী হামলা, নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়, এটি সন্ত্রাসবাদী হামলা। বোমা রাখা হয়েছিল ট্রেনের মধ্যেই।
ei samay
চাষ জমির খাজনা মকুব মুখ্যমন্ত্রীর
চাষের জমির খাজনা মকুব করে আনুষ্ঠানিক ভাবে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্নপূর্ণা পুজোর ঠিক আগে সোমবার খড়গপুর কলেজ ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই রাজ্যবাসীকে এই খবর শোনান মুখ্যমন্ত্রী ৷
‘বাংলার ডিমে’ বরাভয় মমতার
ডিম নিয়ে আতঙ্কে দাঁড়ি টানতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নকল ডিম নিয়ে জোর আলোচনা চললেও তার কোনও প্রমাণ মেলেনি বলে মুখ্যমন্ত্রী জানান ৷ নকল ডিমের খবরের খবরের বিশ্বাসযোগ্যতা নিয়েই সোমবার প্রশ্ন তুলেছেন তিনি ৷
যাদবপুর-কলকাতা-খড়গপুর বাঁচাল জাতীয় শিক্ষা র‍্যাঙ্কিংয়ে
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে র‍্যাঙ্কিংয়ে আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার ৷ সামগ্রিক ভাবে প্রথম পনেরোর মধ্যে জায়গা করে নিয়েছে রাজ্যের এই দুই শিক্ষা প্রতিষ্ঠান ৷
হঠাৎই রাম-নামে ডুবুডুবু বাংলা
বারো মাসে তেরো পার্বণ বাংলার ঐতিহ্য ৷ কিন্তু সেই তেরোতে কোনওদিনই বোধহয় রামনবমী ছিল না ৷ এ বার আয়োজন দেখলে মনে হবে, র‍্যাঙ্কিংয়ে প্রথম দশেই আছে রামনবমী ৷ চর্চাও শুরু হয়েছে সামাজিক ও রাজনৈতিক মহলে ৷ হিন্দুত্বের প্রচারক বিভিন্ন সংগঠন কাল, বুধবার  থেকে রাজ্যের সর্বত্র রাম জন্মোৎসব পালনের বিরাট আয়োজনে মেতেছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement