Tripura Case| Abhishek Banerjee| ত্রিপুরা হাইকোর্টে অভিষেকদের স্বস্তি, রেকর্ড তলবে চাপে পুলিশ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Tripura Case| Abhishek Banerjee| কোনও ফাইনাল রিপোর্টও দেওয়া যাবে না দুই মামলায়, নির্দেশ প্রধান বিচারপতি অনিল কুরেশির
#কলকাতা: ত্রিপুরা হাইকোর্টে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ রাহাদের বিরুদ্ধে করা দুই মামলার রেকর্ড তলব করল ত্রিপুরা হাইকোর্ট। ২ সেপ্টেম্বর মধ্যে করেছে রেকর্ড তলব প্রধান বিচারপতি অনিল কুরেশি বেঞ্চ। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না ত্রিপুরা পুলিশ। দেওয়া যাবে না চার্জশিট। কোনও ফাইনাল রিপোর্টও দেওয়া যাবে না দুই মামলায়, নির্দেশ প্রধান বিচারপতি অনিল কুরেশির
অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল আজ। আজ সেই মামলা আদালতে উঠলে পুলিশকে ফাইনাল রিপোর্ট দিতে নিষেধ করে আদালত। পাশাপাশি ওই দিনের গোটা ঘটনার ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারক। আগামী দুই সপ্তাহের মধ্যে ডকুমেন্টগুলো জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত খোয়াই থানাকে।
advertisement
সপ্তাহ দুয়েক আগে আমবাসা যাওয়ার পথে আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সুদীপ রাহা, জয়া দত্তরা। পর দিন ত্রিপুরা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা।
advertisement
ত্রিপুরায় নেমেই সোজা থানায় চলে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘক্ষণ থানায় ধর্না দেন অভিষেক, ব্রাত্য, দোলারা। ঘটনাক্রমে সেদিনই আদালতে তোলা হলে জামিন হয় দেবাংশুদের। আদালত জামিন দিলে অভিষেক নিজেই তাদের নিয়ে কলকাতায় ফেরেন। তার ঠিক দুদিন পরেই নতুন করে আবার আদাজল খেয়ে নামে ত্রিপুরা পুলিশ। কাজে বাধা দেওয়া, দুর্ব্যবহার-সহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রুজু করা হয়। সেই মামলারই শুনানি ছিল আজ। অনিল কুরেশির বেঞ্চের রায়ে হাসি চওড়াই হল অভিষেকদের।
advertisement
input-Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2021 2:17 PM IST