TMC: পাকিস্তান সেনার আঘাতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা, কে কে থাকবেন সেই দলে?

Last Updated:

TMC: পাকিস্তান সেনার গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় যাবেন তৃণমূলের পাঁচ প্রতিনিধি।

কাশ্মীর যাবেন তৃণমূলের প্রতিনিধিরা
কাশ্মীর যাবেন তৃণমূলের প্রতিনিধিরা
কলকাতা: পাকিস্তান সেনার গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় যাবেন তৃণমূলের পাঁচ প্রতিনিধি। ওই প্রতিনিধি দলে থাকছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, মানসরঞ্জন ভুঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধিরা।
মঙ্গলবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ প্রতিনিধি জম্মু ও কাশ্মীর যাবেন। বুধবার থেকে তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ডেরেকরা। প্রিয়জনদের হারানো পরিবারগুলির কথা বলা হবে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২৬ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পরে সন্ত্রাসবাদীদের নিধনে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তারপর থেকে আচমকা সীমান্তবর্তী এলাকায় নিরীহ মানুষদের উপর গোলাগুলি ছুড়তে শুরু করে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার অস্ত্রের আঘাতে প্রচুর নিরীহ মানুষের মৃত্যু হয়, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি। সেই এলাকাগুলিই পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: পাকিস্তান সেনার আঘাতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা, কে কে থাকবেন সেই দলে?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement