TMC: পাকিস্তান সেনার আঘাতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা, কে কে থাকবেন সেই দলে?
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
TMC: পাকিস্তান সেনার গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় যাবেন তৃণমূলের পাঁচ প্রতিনিধি।
কলকাতা: পাকিস্তান সেনার গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় যাবেন তৃণমূলের পাঁচ প্রতিনিধি। ওই প্রতিনিধি দলে থাকছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, মানসরঞ্জন ভুঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধিরা।
মঙ্গলবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ প্রতিনিধি জম্মু ও কাশ্মীর যাবেন। বুধবার থেকে তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ডেরেকরা। প্রিয়জনদের হারানো পরিবারগুলির কথা বলা হবে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২৬ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পরে সন্ত্রাসবাদীদের নিধনে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তারপর থেকে আচমকা সীমান্তবর্তী এলাকায় নিরীহ মানুষদের উপর গোলাগুলি ছুড়তে শুরু করে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার অস্ত্রের আঘাতে প্রচুর নিরীহ মানুষের মৃত্যু হয়, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি। সেই এলাকাগুলিই পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 9:03 PM IST










