সিগনাল বিভ্রাটে শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

  • Last Updated :
  • Share this:

    #শিয়ালদহ: সিগনাল বিভ্রাটে ট্রেন চলাচলে বিঘ্ন। বারাকপুর ও টিটাগড়ে সিগনালে সমস্যা দেখায় । অটোমেটিক সিগনাল সিস্টেম খারাপ হয়ে যায়। ম্যানুয়াল সিস্টেমে চলছে সিগনালিঙের কাজ।

    আরও পড়ুন: শবরীমালা মন্দিরে ৫০ অনূর্ধ্ব দুই মহিলার প্রবেশ, প্রতিবাদে কেরলে ১২ ঘণ্টার বন্ধ

    এর জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। বারাকপুর ও টিটাগড়ে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। অন্যান্য ট্রেনও চলছে দেরিতে। এই সমস্যার জেরে অফিস টাইমে নাকাল নিত্যযাত্রীরা।

    আরও পড়ুন: দেখে নিন আজ পেট্রোল-ডিজেলের দামে কী বদল হল....

    টিটাগড়ে আটকে পড়ে ডাউন শান্তিপুর লোকাল ৷ দাঁড়িয়ে পড়ে ডাউন বারাকপুর ও মাতৃভূমি লোকালও ৷ অন্যান্য ট্রেনও চলছে দেরিতে ৷

    First published:

    Tags: Sealdah, Train Services Disrupted