Rabindra Sarobar Lake: আট দিন আগের মর্মান্তিক দুর্ঘটনা, পূষণ-সৌরদীপের উদ্দেশ্যে রবীন্দ্র সরোবর লেকে মৌনী মিছিল

Last Updated:

Rabindra Sarobar Lake: তবে নজরদারি স্পিডবোট হিসেবে কী ব্যবহার করা হবে তা নিয়ে এখনও জট কাটেনি। পরিবেশ প্রেমীদের মতে এই সরোবরের পরিবেশ ও জল দূষণ রুখতে জাতীয় পরিবেশ আদালতের গাইড লাইন রয়েছে। ডিজেল চালিত স্পিডবোট ব্যবহার হলে জলে দূষণ ছড়াতে পারে।

এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির পরই রবীন্দ্র সরোবর লেকে শুরু হোক রোয়িং, এমনই চাইছেন প্রাতঃভ্রমণকারীরা। রবিবার সকালে সরোবরে একটি মৌনী মিছিলের আয়োজন করা হয়েছিল। আট দিন আগে গত শনিবার বিকেলে সরোবরে রোয়িং করার সময় দুর্ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে সরোবরের জলে উল্টে যায় রোয়িং বোট। যার জেরেই দুই স্কুল পড়ুয়া  পূষণ সাধুখাঁ ও সৌরদীপ চট্টোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যু হয়। নিহত দুই বালকের আত্মার শান্তি কামনায় মৌনী মিছিল করেন প্রাত:ভ্রমণকারীদের একাংশ। মিছিলের পর নীরবতা পালনও হয়।
এই দুর্ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। দায় কার? কেন নজরদারি বোট ছিল না? এহেন যাবতীয় বিতর্কের মাঝে কীভাবে নিরাপত্তা বজায় রেখে ফের রোয়িং শুরু করা যায়, তা নিয়ে কলকাতা পুলিশ, কেএমডিএ ও লেকের ক্লাবগুলোর মধ্যে আলোচনা হয়েছে। এসওপি তৈরির পরই ফের লেকে শুরু হবে রোয়িং। কলকাতা পুলিশের তরফে এমনটা জানিয়েও দেওয়া হয়েছে।
advertisement
একই দাবি লেকে হাঁটতে আসা সাধারণ নাগরিকদের। তাঁদের বক্তব্য আর এমন কোনও দুর্ঘটনা যেন না ঘটে। ক্লাবগুলো যাতে সব রকম সুরক্ষাবিধি মেনেই রোয়িং শুরু করুক। নজরদারি স্পিডবোট থেকে শুরু করে প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থা গ্রহণ করুক ক্লাবগুলো দাবি এমনই।
advertisement
advertisement
তবে নজরদারি স্পিডবোট হিসেবে কী ব্যবহার করা হবে তা নিয়ে এখনও জট কাটেনি। পরিবেশ প্রেমীদের মতে এই সরোবরের পরিবেশ ও জল দূষণ রুখতে জাতীয় পরিবেশ আদালতের গাইড লাইন রয়েছে। ডিজেল চালিত স্পিডবোট ব্যবহার হলে জলে দূষণ ছড়াতে পারে। তাই পরিবেশ বান্ধব স্পিডবোট ব্যবহারের পক্ষেই মত দিচ্ছেন পরিবেশবিদরা। তবে তাঁরাও চাইছেন সুরক্ষাবলয়ের মধ্যেই শুরু হোক রোয়িং।
advertisement
পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ বলেন, "ডাল লেক এবং হুসেনসাগর লেক দুটির জল নদীর সঙ্গে সংযুক্ত যেখানে রবীন্দ্রসরোবর কোন সোর্সের সঙ্গেই যুক্ত নয়। ডাল লেকের জলকে পুস্ট করছে যেমন ঝিলম নদী, হুসেনসাগরকে পুস্ট করছে মুসী নদী। তাই সেখানে স্পিডবোটের বর্জ্য জ্বালানি তেল নদীর তাজা জলে ধুয়ে যায়। এবার এই কংক্রিট ঘেরা চৌবাচ্চার মত রবীন্দ্রসরোবরকে এই বর্জ্য তেলের ভয়ংকর দূষণের হাত থেকে বাঁচানোর কথাও মাথায় রাখতে হবে। তবে নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেখা উচিত ক্লাবগুলোর।"
advertisement
 Amit Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rabindra Sarobar Lake: আট দিন আগের মর্মান্তিক দুর্ঘটনা, পূষণ-সৌরদীপের উদ্দেশ্যে রবীন্দ্র সরোবর লেকে মৌনী মিছিল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement