কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে বাঁচাতে অভিনব উদ্যোগ রাজ্য পর্যটন দফতরের
Last Updated:
#কলকাতা: অস্তিত্ব সঙ্কটে কলকাতার হলুদ ট্যাক্সি। ঐতিহ্য রক্ষায় আসরে নামল রাজ্য পর্যটন দফতর। ট্যুর অপারেটরদের কাছে তাদের প্রস্তাব, কলকাতা ভ্রমণে কাজে লাগানো হোক হলুদ ট্যাক্সি। রাজ্যের ভাবনাকে স্বাগত জানালেন পর্যটন ব্যবসায়ীরাও।
হলুদ রঙের অ্যাম্বাস্যাডর। চলতি ভাষায় হলুদ ট্যাক্সি। শহর কলকাতার এক সময়ের লাইফ লাইন, এখন অতীত নস্ট্যালজিয়া। রাস্তায় তার দেখা মেলে কখনও সখনও।
অ্যাপ ক্যাবের স্বাচ্ছন্দ্যে ক্রমশ অভ্যস্থ হচ্ছে নাগরিক কলকাতা। তালা পড়েছে অ্যাম্বাস্যাডরের আতুঁড়ঘরেও। তাছাড়া, ১৫ বছরের বেশি পুরোন ট্যাক্সি রাস্তায় নামানোও বেআইনি। ফলে হারিয়ে যাচ্ছে কলকাতার ট্রেড মার্ক পেট মোটা হলুদ ট্যাক্সি। এবার সেই গাড়িতেই পর্যটকদের কলকাতা ঘোরানোর কথা ভাবছে রাজ্য সরকার।
advertisement
advertisement
রাজ্যের ভাবনাকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পরিকল্পনা রূপায়নে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন তাঁরা। ট্যুর অপারেটরদের পরামর্শ,
-- বাইরের কাঠামো অপরিবর্তিত রেখে হলুদ অ্যাম্বাস্যাডরে বসানো হোক অত্যাধুনিক সরঞ্জাম
-- গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিপিএস ইনস্টল করা হোক
-- গাড়ির আসনগুলি আরও আরামদায়ক করা হোক
-- ট্যাক্সিচালকদের গাইডের প্রশিক্ষণ দেওয়া হোক
আরও পড়ুন
advertisement
পর্যটকদের ঘোরানোর জন্য নির্দিষ্ট রুট তৈরিরও প্রস্তাব দিয়েছেন ট্যুর অপারেটররা। পর্যটকরাও চান, কলকাতায় টিকে থাকুক হলুদ ট্যাক্সি। কলকাতা ঘোরার বেস্ট অপশন এটাই। দাবি ট্যাক্সিচালকদেরও।
আরও পড়ুন
advertisement
রাজ্যের পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত অক্সিজেন জোগাবে কলকাতার হলুদ ট্যাক্সিকে। এখন সেই দিনেরই অপেক্ষায় পর্যটন ব্যবসায়ী থেকে ট্যাক্সিচালকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 11, 2018 1:59 PM IST