১. নোট বাতিলে কী ভাবছে দেশের লোক ? মোদি অ্যাপে জনমত চাইছেন প্রধানমন্ত্রীকেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রথম জাতীয় দল হিসেবে সরব হয়েছিল তৃণমূল। সাধারণ মানুষের ভোগান্তিকে হাতিয়ার করে দিল্লিতে তার প্রতিবাদ জানিয়ে এসেছেন তৃণমূল নেত্রী। দিল্লির সবজি বাজারে আম আদমি পার্টির জনসভা থেকে আরবিআইয়ে গিয়ে পরিস্থিতির খোঁজ নেওয়া - প্রতি মুহুর্তে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। আম-আদমির হয়রানির বিরোধিতাতেই এই আন্দোলন, তাও স্পষ্ট তৃণমূল নেত্রীর বক্তব্যে।২. বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে ২.৫ লক্ষ টাকা তোলার ক্ষেত্রে জারি নতুন নির্দেশিকাপ্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এত কমে কিভাবে বিয়ের যাবতীয় খরচ মিটবে তাই নিয়ে নাওয়া খাওয়া ভুলেছিলেন হবু বর, কনে ও তাঁদের পরিবার। বৃহস্পতিবার তাঁদের সুখবর শোনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে দেওয়া হয় বিয়ের কার্ড ও প্রয়োজনীয় নথি নিয়ে ব্যাঙ্কে গেলে পরিবারের একজন নিজের অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তুলতে পারবেন।৩. ব্যাঙ্ক-এটিএমের লাইনে দাঁড়িয়ে কত টাকা খোয়াচ্ছেন জানেন কী ?
নোট বাতিলের পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ ৷ কিন্তু ব্যাঙ্ক ও এটিএমের সামনে লম্বা লাইন আর কমছে না ৷ ব্যাঙ্ক, এটিএমের সামনে প্রতিদিনের সেই চেনা ছবি। লম্বা লাইনে অপেক্ষা করে ক্লান্ত মানুষ। বাড়ছে বিরক্তি। সাধারণ মানুষের নোট যন্ত্রণার ছবিটা আজও গোটা দেশজুড়ে বদলায়নি ৷৪. বাতিল ৫০০ টাকার নোট দিয়ে শস্যবীজ কিনতে পারবে কৃষকরাসোমবার কৃষকদের ও ছোট ব্যবসায়ীদের হয়রানি কম করতে নতুন বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ নোট বাতিলের পর থেকেই নোট সংকটে ভুগচ্ছে গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পাবে কৃষকরা ৷৫. তমলুকে আড়াই লক্ষের বেশি ভোটে এগিয়ে দিব্যেন্দু অধিকারীতমলুকে আড়াই লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৷ ২০১৪-তে তমলুকে ২ লক্ষ ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন ‘দাদা’ শুভেন্দু অধিকারী ৷ ‘এবার দাদার মার্জিনকে ছাপিয়ে যাব’, লক্ষ্যপূরণের কথা আগেই জানান দিব্যেন্দু ৷ এবার সেদিকেই এগিয়ে যাচ্ছেন তিনি ৷ দাদাকে ‘টপকে’ গেল ভাই ৷ শুভেন্দু অধিকারী সাংসদ পদ ছাড়ায় তমলুকে উপনির্বাচন হয় ৷ বর্তমানে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু ৷৬. নজরে একাধিক গাফিলতি, নিষেধাজ্ঞা ভেঙে বাড়তি গতির জেরেই কী কানপুর রেল দুর্ঘটনা?লাইনে চিড় ধরার আশঙ্কায় অপেক্ষাকৃত আস্তে ট্রেন চালানোর কথা ছিল। তা মানেননি ইন্দোর-পটনা এক্সপ্রেসে চালক। ভয়াবহ দুর্ঘটনার পিছনে আপাতত এই কারণই উঠে আসছে। রেললাইন ও কামরায় আধুনিকীকরণের অভাবেই যে দুর্ঘটনা তাও অনেকটাই স্পষ্ট। গত ২ বছরেও রেলের নিরাপত্তা নিয়ে অনিল কাকোদকর কমিটির রিপোর্ট কার্যকর হয়নি। এনিয়ে সংসদে প্রশ্নের মুখে পড়তে হল রেলমন্ত্রীকে।৭. জাপানের ফুকুসিমা কেঁপে উঠল ভূমিকম্পে, উপকূলবর্তী এলাকায় জারি সুনামি সতর্কতাজাপান ও নিউজিল্যান্ডে ভূমিকম্প ৷ মঙ্গলবার জাপানের ফুকুসিমা কেঁপে উঠল ভূমিকম্পে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯ ৷ নিউজিল্যান্ডে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬ ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে নিউক্লিয়ার প্ল্যান্ট ৷ এই জায়গাতেই ২০১১ সালে বিশাল সুনামি আছড়ে পড়েছিল ৷ ভূমিকম্পের পর সুনামি হতে পারে ৷ আশঙ্কা প্রকাশ করে সর্তকতা জারি করা হয়েছে ৷ ভূমিকম্পের সময় আতঙ্কে রাস্তায় নেমে এলেন জাপানবাসী ৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি ৷ হয়নি কোনও ক্ষয়ক্ষতি ৷৮. কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গিকাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ মঙ্গলবার সকালে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি ৷ এদিন সকালে যৌথ ওই এলাকা ঘিরে যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ।৯. পাপারাৎজির হাত থেকে ছেলেকে বাঁচালেন শাহরুখ খান !কী অবস্থা দেখুন ৷ সেলিব্রিটি হওয়া বড্ড বালাই ! আর এই বালাইয়ের চোটে শাহরুখের প্রাণ ওষ্ঠাগত ৷ তবে শুধু শাহরুখ নয়, শাহরুখের ছোট্ট ছেলে আব্রামও বাদ গেল না !১০. আজ উপনির্বাচনের ভোটগণনা, এগিয়ে তৃণমূলমঙ্গলবার রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা ৷ এদিন সকাল আটটা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা পর্ব ৷ প্রতিটি গণনা কেন্দ্রে এক কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার কোচবিহার এবং তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয় । সঙ্গে বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও হয় উপনির্বাচন। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই ছিল ভোটপ্রক্রিয়া। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কোচবিহারে পুনর্নির্বাচনের দাবি তোলে বাম ও বিজেপি। বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিন কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।