এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

১. আজ রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন, কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ পর্ব
নোট-ভোগান্তির মধ্যেই শনিবার রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ হবে কোচবিহার এবং তমলুক লোকসভা কেন্দ্রে। সঙ্গে বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন। উপ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছে উনত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে কাশ্মীর-পরিস্থিতির জন্য সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারছে না কমিশন। পরিবর্তে রাজ্য পুলিশের হাতে থাকছে দায়িত্ব। পাশাপাশি এদিন মধ্যপ্রদেশের সাদোল লোকসভা কেন্দ্রেঅসমের লখিমপুর লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন রয়েছে ৷ এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব চলছে ৷
advertisement
২. হোবার্টের আগেও বল বিকৃতির অভিযোগ উঠেছিল ডু প্লেসির বিরুদ্ধে !
advertisement
শুধু হোর্বাট নয়, এর আগেও বল বিকৃত করার অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার ডু-প্লেসির বিরুদ্ধে। কিন্তু দুবাইয়ের সেই ম্যাচে ছাড় পান তিনি। তবে  ক্রিকেট মাঠে এই দুর্নীতি শুরু হয় ইংল্যান্ড থেকেই।
৩. হাসপাতালে রোগীর জীবন মরণ লড়াই, ত্রাতা হয়ে এলেন ব্যাঙ্ক ম্যানেজার
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই চরম হয়রানির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ৷ ব্যাঙ্ক, এটিএমের সামনে প্রতিদিনের সেই চেনা ছবি। লম্বা লাইনে অপেক্ষা করে ক্লান্ত মানুষ। বাড়ছে বিরক্তি। অন্যদিকে নোট ভোগান্তির মাঝে পড়ে গ্রাহকদের রোষের শিকার হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। তাদের এখন অতিরিক্ত সময় পর্যন্ত কাজ করতে হচ্ছে ৷ ব্যাঙ্ক কর্মীদের উপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেড়ে চলেছে চাপ ৷ এরকম পরিস্থিতিতে ত্রাতা হয়ে এলেন এক ব্যাঙ্ক ম্যানেজার ৷ ঠিক সময়ে এক ব্যক্তির অপারেশনের জন্য হাসপাতালে টাকা পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়লেন তিনি ৷
advertisement
৪. এবার কী নোট বদল বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র ?
আজ ব্যাঙ্কে বন্ধ নোট বদলের সুবিধা পাবেন শুধু প্রবীণরাই। নোট বদল ছাড়া নিজের ব্যাঙ্কে বাকি জরুরি কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকরা। বেশ কয়েকদিন ধরেই নোট বদলের ধাক্কায় থমকে ব্যাঙ্কের অন্য সব কাজ। তাই এই সিদ্ধান্ত বলে দাবি আইবিএ-র। তবে নোট বদল একেবারে বাতিল নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি অর্থমন্ত্রক। শুক্রবার রাতে এব্যাপারে প্রশ্ন এড়িয়ে যান আর্থিক পরিষেবা সচিব শক্তিকান্ত দাস।  পাঁচশো ও হাজার টাকার নোট বদল বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। শুক্রবার এই খবর নতুন করে সংশয় তৈরি হয়। কেন্দ্রের তরফে বার্তা না আসায় জল্পনা বাড়ছে।
advertisement
৫. অসমের তিনসুকিয়ায় ULFA জঙ্গিদের গুলিবৃষ্টি, নিহত ৩ জওয়ান
শনিবার সেনা ও ULFA জঙ্গিদের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জওয়ান ৷ আহত হয়েছেন চারজন ৷ এদিন ভোর পাঁচাটা নাগাদ সেনাদের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয় ৷ অসমের তিনসুকিয়ায় পেংরি এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে।
৬. ‘‘নোট বাতিল ইস্যুতে কেন্দ্র দ্রুত পদক্ষেপ না নিলে দেশে দাঙ্গা লাগতে পারে ’’: সুপ্রিম কোর্ট
advertisement
নোট বাতিল ইস্যুতে চারদিক থেকেই তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার ৷ বিরোধীদের একের পর এক বাউন্সার তো আছেই ৷ পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতও এব্যাপারে কেন্দ্রকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ৷ কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই চিকিৎসা ক্ষেত্রে মানুষের হয়রানি এবং প্রতিবন্ধীদের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টাকা তোলার বিষয় জনস্বার্থ মামলা হয়েছে ৷ যার তীব্র নিন্দা করেছে আদালত ৷ একই দিনে এবার দেশের সর্বোচ্চ আদালতের তোপের মুখেও পড়ল কেন্দ্রীয় সরকার ৷ পরিস্থিতি সামলানোর জন্য সরকারের আদৌ কোনও পরিকল্পনা আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সু্প্রিম কোর্ট  ৷
advertisement
৭. নোট বিভ্রাটের জের সারোগেসিতেও, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট নিতে অস্বীকার করলেন সারোগেট মাদার
নোট বিভ্রাটে সারোগেট মাদার ৷ এমনটা যে হতে পারে তা হয়তো কেউ ভাবতে পারেনি ৷ কিন্তু শেষপর্যন্ত সেটাই সত্যি হল ৷ নোট বাতিলের পর থেকেই হয়রানি বেড়েছে সাধারণ মানুষের। যাতায়াত থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে পুরনো নোট নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ এবার সারোগেসিতেও নোট বাতিলের প্রভাব পড়ল ৷ সন্তান জন্ম দেওয়ার পর সারোগেট মাদারকে নগদ টাকা দেওয়া নিয়ে বচসা বাধে প্রকৃত ও সারোগেট মায়ের মধ্যে ৷ পার্ক স্ট্রিটের বেসরকারি প্রসূতি ও শিশু হাসপাতালের ঘটনা ৷
advertisement
৮. পেট্রোল পাম্পের কাছাকাছি পিওএস থেকে মিলবে টাকা ! কী এই পিওএস?
পেট্রোল পাম্পের কাছাকাছি পিওএস থেকে মিলবে টাকা। কী এই পিওএস? কীভাবেই বা সেখান থেকে টাকা পাবেন সাধারণ মানুষ? রাজ্যে এমন একশো আশিটি মতো পিওএস রয়েছে। প্রতিটি থেকেই কি টাকা পাওয়া যাবে?
৯. জাকির নায়েকের বিরুদ্ধে FIR দায়ের, IRF-এর ১০টি অফিসে তল্লাশি
বির্তকিত ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থায় NIA ৷ মুম্বইতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শনিবার তল্লাশি চালায় ভারতীয় গোয়েন্দা সংস্থা NIA ৷ সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার কাজে অভিযুক্ত জাকির ৷ শুক্রবার রাতে FIR দায়ের করে NIA ৷ UAPA আইনের ১০,১৩, ১৮ ধারায় অভিযুক্ত জাকির ৷ ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারাও রুজু জাকিরের বিরুদ্ধে ৷ এফআইআরে নায়কের বিরুদ্ধে মুসলিম যুবকদের উস্কে তাদের দিয়ে সন্ত্রাসবাদী ও বেআইনী কার্যকলাপ করার জন্য উৎসাহিত করার অভিযোগ জানানো হয়েছে ৷ ধর্মগুরু জাকির নায়েকের বিরুদ্ধে কমবয়সী ছেলেদের নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী যোগদানে প্ররোচিত করার অভিযোগ দায়ের করা হয়েছে ৷
১০. এবার বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে JIO-র ৯টি সিম
প্রায় দু’মাস কেটে গিয়েছে ৷ তবুও রিল্যায়েন্স জিও-র ওয়েলকম অফার নিয়ে মানুষের উৎসাহে কোনও খামতি পড়েনি ৷ জিও-র জনপ্রিয়তা দেখে গ্রাহকদের বাড়িতে জিও সিম বিনামূল্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিল্যায়েন্স ৷ লঞ্চ হওয়ার পর থেকেই জিও-র চাহিদা বেড়েই চলেছে  ৷ বিনামূল্যে ৪জি ডেটা ও ভয়েস কলের পরিষেবা পেতে সকলে এখন জিও ব্যবহার করতে চায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement