১) হিলারি v/s ট্রাম্প: জমজমাট হোয়াইট হাউসের যুদ্ধের চুড়ান্ত পর্যায়হোয়াইট হাউস দখলের লড়াইয়ের আজ চুড়ান্ত পর্বে ৷ শেষ মুহূর্তের প্রচারেও সমর্থন কেড়ে নেওয়ার জন্য জমিয়ে লড়াই চলল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ৷ এক প্রার্থীর বিরুদ্ধে উঠেছে ১২ জন মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, অপর প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে বিরোধী পক্ষ ৷ ট্রাম্প-হিলারির কাদা ছোঁড়াছুড়ির সৌজন্যে গোটা বিশ্ব প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, ‘শূয়োর’, ‘কুকুর’ ইত্যাদি আপত্তিকর শব্দ শুনল ৷ কখনও হিলারির অভিযোগ, ট্রাম্প ক্ষমতায় এলে দেশকে ভেঙে দেবে, আবার ট্রাম্পের পাল্টা অভিযোগ হিলারি জাল ৷ যদিও মাঝরাতের ভোটে এগিয়ে রয়েছেন হিলারি
২) মহাকাশ থেকেও এল প্রেসিডেন্ট নির্বাচনের ভোটপৃথিবীর সীমা ছাড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ ছড়াল মহাবিশ্বেও ৷ মহাকাশ থেকেও ভোট এল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৷ পৃথিবীর বাইরে, মহাকাশ স্টেশন থেকে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মহাকাশচারী শেন কিমব্রো ৷
৩)কাটোয়া বিস্ফোরণে মিলল জামাত যোগ!
কাটোয়া বিস্ফোরণে এবার সামনে এল জেএমবি অর্থাৎ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাত-উল-মুজাহিদ্দিনের যুক্ত থাকার তথ্য ৷ এর আগেই এই বিস্ফোরণের সঙ্গে খাগড়াগড়কাণ্ডের সঙ্গে মিল থাকার কথা বলেছিলেন তদন্তকারীরা ৷ খাগড়াগড়ের মতো নাশকতার ছকেই কি বিস্ফোরক মজুত করা হয়েছিল কাটোয়ার শ্রীবাটিগ্রামের ক্লাব ঘরে তা নিয়ে সোমবারই সন্দেহ প্রকাশ করেছিলেন সিআইডি আধিকারিকরা ৷ ? ? বিস্ফোরণের তীব্রতা দেখেই প্রশ্ন ওঠে কী বিস্ফোরক ছিল যে একটি কংক্রিটের ঘর ধুলোয় মিশে গেল? কাটোয়ার ক্লাবঘর থেকে উদ্ধার হওয়া শক্তিশালী সকেট বোমার সঙ্গে জেএমবি জঙ্গি গোষ্ঠীর ব্যবহৃত বোমার যথেষ্ট মিল রয়েছে বলে জানিয়েছেন সিআইডি অফিসারেরা ৷ তবে কাটোয়াতেও কি জঙ্গি যোগ রয়েছে? তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনআইএ।৪) পড়ানোর নাম করে ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত গৃহশিক্ষকপড়ার নাম করে ছাত্রীকে একা কোচিংয়ে ডেকে পাঠিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায় ৷ গৃহশিক্ষক অনির্বাণ ধরের বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ অভিযুক্ত শিক্ষককে সোমবার রাতেই গ্রেফতার করে পুলিশ ৷
৫) নিয়ন্ত্রণরেখায় অব্যাহত সংঘর্ষ বিরতি লঙ্ঘন , নওসেরা সেক্টরে পাক গুলিনিয়ন্ত্রণরেখায় অব্যাহত পাক গোলা-গুলি বর্ষণ ৷ মঙ্গলবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নওসেরা সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল বর্ষণ করে পাক রেঞ্জার্স ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও ৷সেনা সূত্রে খবর, এদিন সকাল ৮টা ৪৫ নাগাদ সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে উড়ে আসে মর্টার ও গুলি ৷ তবে এই গুলির লড়াইয়ে হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷
৬) ১৮ বছরের যুবতীর সন্তানের বাবা ১২ বছরের নাবালক, মামলা দায়ের করল পুলিশনিজের থেকে ছ’বছরের বড় তরুণীকে যৌন হেনস্থা ও তাকে গর্ভবতী করার অভিযোগ উঠল ১২ বছরের নাবালকের বিরুদ্ধে ৷ অবাক করা এই ঘটনাটি ঘটেছে কোচিতে ৷ যৌন নির্যাতনের কারণে গর্ভবতী হয়ে পড়ে তরুণী বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি একটি স্থানীয় হাসপাতালে তরুণী ওই সন্তান জন্ম দেওয়ার পর থেকে ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
৭) পুজোর চারদিন মদের দোকান খোলা থাকায় রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যেরপুজোর মরশুমে শুধু মন্ডপেই নয় লক্ষ্মীর পদার্পণ ঘটেছে রাজ্যের কোষাগারে ৷ পুজোর মাসে মদ বিক্রি থেকে রেকর্ড রাজস্ব আদায় করেছে রাজ্য সরকার। পুজোর চারদিন মদের দোকান খোলা রেখে কোষাগার ভরার লক্ষ্যে সফল রাজ্য সরকার ৷
৮) অতিরিক্ত ভারবহনের কারণে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি বিমানঅতিরিক্ত ভারবহনের ফলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান ৷ ট্যাক্সি বে থেকে রানওয়েতে যাওয়ার সময় পিছলে যায় বিমানের চাকা ৷ কোনওমতে পরিস্থিতি সামলে বিমানটিকে থামাতে সক্ষম হয় পাইলট ৷ তাঁর তৎপরতাতেই সুরক্ষিত বিমানের যাত্রীরা ৷ ঘটনাটি ঘটেছে দমদম বিমানবন্দরে ৷
৯) বিস্ফোরক পাচারের ট্রানজিট করিডর শিলিগুড়িশিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শিলং থেকে বিস্ফোরক এনে নেপালের বিড়তামোড়ে পাচার করত নেপালি দম্পতি। ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করা হত শিলিগুড়িকে। পাচারে সাহায্য করত আরেক অভিযুক্ত কৃষ্ণপ্রসাদ অধিকারি। পুলিশ ও সিআইডির জেরায় বেশ কয়েকজন মোর্চা নেতা-কর্মীর নামও উঠে এসেছে। বিস্ফোরক পাচারে তাদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
১০) গার্ডেনরিচে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাশের গুদামে বড়সড় আগুনদমকলের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা। আজ সকালে গার্ডেনরিচের রামনগর এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। পাশেই ছিল হিন্দুস্তান পেট্রোলিয়ম ও ইন্ডিয়ান অয়েলের ডিপো। ছিল জনবসতিও। ফলে ছড়ায় আতঙ্ক। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Best Top Ten News, Big Top Ten News Of The Moment, Top Ten News