এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

১. চরবৃ্ত্তির অভিযোগে গ্রেফতার SP সাংসদের ব্যক্তিগত সচিব
চরবৃ্ত্তির অভিযোগে সমাজবাদী পার্টির সাংসদ চৌধুরি মুন্নাওয়ার সলিমের ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ অভিযুক্ত ফরহাতকে শুক্রবার গ্রেফতরা করেছে পুলিশ ৷ সম্প্রতি চরবৃত্তির অভিযোগে পাক দূতাবাসে কর্মরত মেহবুব আখতার নামে এক কর্মীকে নিজের হেফাজতে নিয়েছিল দিল্লি পুলিশ ৷ মেহবুব আখতারের কাছে তথ্য ফাঁস করার অভিযোগে ফরহাতকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
২. শক্তির আরাধনা এবং আলোর রোশনাইয়ে মেতেছে শহর
advertisement
তিনি শক্তির আধার। নারীশক্তির মূর্ত প্রতীক। তিনি দ্বিপান্বিতা। অন্ধকার দূর করে আলোর উৎস তিনি। শক্তির আরাধনায় তাই আজ মেতেছে গোটা রাজ্য। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ।  সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মানুষের ঢল। আলোর উত্‍সবে মাতোয়ারা মহানগরও। কালী পুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে ভক্তদের বিশাল লাইন। নিত্যপুজোর পাশাপাশি আজ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। পুজো আরতি দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা। পাশাপাশি বারোয়ারি পুজোগুলিও এখন পিছিয়ে নেই ৷ দুর্গা পুজোর মতোই কালীপুজোতেও এখন থিম পুজোর চল। শহর জুড়ে আলোর রোশনাই। উত্‍সবে সামিল মহানগরের সঙ্গে গ্রামবাংলাও।
advertisement
৩. ঢাকা গুলশন হামলায় ব্যবহৃত অস্ত্র তৈরি হয়েছিল মালদহে !
ঢাকা গুলশন হামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ জুলাই মাসের এক তারিখ গুলশন ক্যাফে হামলায় ব্যবহৃত অস্ত্র ও রাইফেল তৈরি হয়েছিল ভারতে ৷ সেপ্টম্বর মাসে খাগড়াগড় বোমা বিস্ফোরণের ঘটনায় ছ’জঙ্গিকে জেরা করার সময় এই তথ্য সামনে এসেছে ৷ এনআইএ- জেরাতে গ্রেফতার এক জঙ্গি এই কথা স্বীকার করেছে ৷
advertisement
৪. ভারতীয় জওয়ানকে হত্যা করে অঙ্গচ্ছেদ করল জঙ্গিরা
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলাকালীন সামনে এল জঙ্গিদের বর্বরতা ৷ শুক্রবার কাশ্মীরের কুপওয়ারা জেলার ম্যাকহিল সেক্টরে সংঘর্ষের সময় শহীদ হন এক ভারতীয় জওয়ান ৷ এরপর তার দেহ লাইন অফ কন্ট্রোলের কাছে টেনে নিয়ে গিয়ে অঙ্গচ্ছেদ করে জঙ্গিরা ৷ তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও ৷ দুই দেশেরে মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গিরও ৷
advertisement
৫. একসঙ্গে ৮৩টি উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ISRO
নয়া চ্যালেঞ্জ। সেইসঙ্গে নতুন বিশ্বরেকর্ড গড়ার দিকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। একটি রকেটে করে একসঙ্গে ৮৩টি উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। ২০১৭ সালের শুরু দিকেই উপগ্রহগুলি পাঠানো হবে বলে জানা গিয়েছে ৷ ৮৩টি স্যাটেলাইটের মধ্যে দুটি ভারতীয় ও ৮১টি বিদেশের ৷
advertisement
৬. ডিভোর্স ফাইল করল স্ত্রী, রাগে শ্বশুরবাড়িতে হামলা চালাল স্বামী
পণের দাবিতে শ্বশুরবাড়িতে হামলা চালাল বছর ২৮-র এক ব্যক্তি ৷দিল্লির মালভিয়া নগরের ঘটনা ৷ জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম  চিন্টু।  শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ তিনি আচমকা শ্বশুরবাড়িতে গিয়ে হামলা চালায় ৷ ঘটনায়  মৃত্যু হয়েছে চিন্টুর শ্বশুর ও শাশুড়ির ৷ আহত হয়েছে আরও পাঁচজন ৷
advertisement
৭. আমেরিকান এয়ারলাইন্সের জেট বিমানে আগুন, অল্পের জন্য বাঁচলেন ১৭০ জন যাত্রী
টেক অফের ঠিক আগেই আমেরিকান এয়ারলাইন্সের জেট বিমানের ইঞ্জিনে আগুন ৷ শুক্রবার ও’হারে বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। রানওয়েতে ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ আগুন লেগেছে বুঝতে পেরে বিমানকর্মীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণ বাঁচে ১৬১ জন যাত্রীর ৷
৮. জয়পুরে হাইটেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত ৫
হাইটেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল পাঁচজনের ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে ৷ পুলিশ জানিয়েছে, হাইটেনশন লাইনে কাজ চলার সময় ঘটনাটি ঘটে ৷ ভরতপুর জেলায় হাইটেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ  হয়ে মৃত্যু হয় ৫ জনের ৷ গুরুতর আহত হয়েছে ১৬ বছরের একটি ছেলে ৷
৯. ISL 2016: ‘‘নিজে গোল পেয়েছি, টিম জিতেছে, আমি খুশি ’’: পস্তিগা
গত বছর মাত্র একটা ম্যাচ খেলেই চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ৷ এবছর শুরুতেই ফের চোট পেয়ে আবার গত বছরেরই স্মৃতি উসকে দিয়েছিলেন ৷ কিন্তু এবার চার ম্যাচের বেশি বসতে হল না তাঁকে ৷ মাঠে নেমেই বল পায়ে জাদু দেখালেন অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা ৷
১০. দীপাবলিতে সংঘর্ষে তপ্ত কাটোয়া
দীপাবলিতে সংঘর্ষে তপ্ত কাটোয়া ৷ দফায় দফায় চলল বোমা-গুলি ৷ গুসুম্বা গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ ৷ বোমায় জখম তৃণমূলের মহিলা সমর্থক ৷ এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ৷ গতরাত থেকে বোমাবাজি শুরু ৷ ঘরছাড়া সিপিএম কর্মীরা গ্রামে ফিরতেই সংঘর্ষ ৷ বৃহস্পতিবার গ্রামে ফেরেন ঘরছাড়া কর্মীরা ৷ এখনও এলাকায় সশস্ত্রবাহিনী, আতঙ্কে বাসিন্দারা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement